আমার শপথ
-রাবেয়া খাতুন
সকাল মোরা করবো শুরু অক্টার গুণগানে- গুরুজনের সকল আদেশ মানবো মনে প্রানে 1 গরীব-দুঃখী, অসহায় মানুষ মোরা সবাই- সাহায্যের হাত বাড়ালে কভু- ফিরিয়ে দেবোনা তাই। খেলার সাথী, সহপাঠী সবাই মোরা ভাই- হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- কোন বিভেদ নাই। হানাহানি করবো না কো থাকবো মিলেমিশে- শুকরিয়া জা জানাই বিধাতাকে সারা দিনের শেষে।