নমস্য রাবণ!/
কাজী আতীক
অজস্র পঙ্কিলতায় ছাওয়া এই সময় মহাকাল
কার সাথে সখ্য যে কার
অদ্ভুতুড়ে এক বিভ্রম মায়াজাল,
শেকড় সন্ধানে বিমুখ এক বিভ্রান্তি ধূমজাল।
মোটা দাগে যদি বলি-
যেমন, অপাংক্তেয় সবই কেবল নিজেই মহান।
সেই হয় রাবণ যে যায় লংকায় ,
অন্যথায় মুসোলিনি নাহয় হিটলার,
আহারে মানুষ! বুঝি কেবল নিজের স্বাধিকার।
(নিউ ইয়র্ক, ২৬ অগাস্ট ‘২০২৪)