যে পথে তুমি নিয়েছো বিদায় – পূরবী মৈত্র

যে পথে তুমি নিয়েছো বিদায়
– পূরবী মৈত্র

বৎসরের পরিক্রমায় আবার ফিরে এলো সেই দিনটা ‘২৬শে সেপ্টেম্বর ‘
কি নির্মম, কর্কশ, হৃদয়বিদারক!
তুমি অমরতার স্বাদ পেলে আমার জীবনে ।
বাতাস কুড়িয়ে নেয় শত-শত স্মৃতির রেনুকণা
যারা একদা গিয়েছিলো নির্বাসনে।
যে পথে তুমি গিয়েছ চলি,
সে পথে তোমার চরণ ধুলি।
ধূলার পরে চরণ রেখা আর তো কভু পাইনা দেখা।
কাঙাল হৃদয় অন্ধ আঁখি মোর,
আজও খুঁজে ফেরে তোমায়।
রুপ হীন মরনেরে কি মোহে জড়ালে তুমি তারে
কি মালায় তারে করেছো বরণ?
হাসনাহেনার’ চেনা সুবাসে
তোমার স্মৃতি লয়ে আজও কাঁদি অসহায়।
ফেরারি পাখির মতো নিয়েছ বিদায়।
আর কি তবে হবেনা দেখা?
প্রতিদিনের বিন্দু বিন্দু কষ্ট ও রোজকার রাত জাগা গাঢ় নীল যন্ত্রণায় আজো বেঁচে আছি।
অবুঝ হৃদয় মানেনা বারন,
আজো খুঁজে ফিরি গো তোমায়।

রণেশ মৈত্রের স্মরণে।

রণেশ মৈত্র
Comments (0)
Add Comment