জীবন বৃক্ষ
নাঈম হোসাইন
জীবন বৃক্ষের শাখা ছড়িয়েছে,
শেকড়ও হয়েছে দৃঢ় ।
ফুল গুলোও কুঁড়ি হবে প্রায়,
পাতারাও কিছু বুড়ো।
সেবাই যখন পরম ধর্ম,
যা হয় হোক না করণ কর্ম।
এখন সবই বিলিয়ে দেব,
পাতা, ফুল, কুঁড়ি চর্ম।
ইচ্ছে যে যার ভাঙছে শাখা,
কাটছে আঁচড় ছিঁড়ছে পাতা।
ফুল গুলোও তুলছে নিত্য,
ভাবছে না তার ব্যথা।
গুপ্ত কান্নায় কাতর সে আজ,
যেন এই বুঝি তার শেষ ।
ঝড়া পাতাদের শেষ আত্মচিৎকার,
এটাই কি মানব সমাজ?
রোদ, বৃষ্টি, ঝড় কাটিয়ে,
নতুন স্বপ্ন দেখে সে আজ।
আসছে বসন্তে আবার পাতা হবে,
বইবে নির্মল বাতাস ।
সাদা বক গুলো ডানায় করে,
শান্তি আনবে উড়িয়ে।
এসে বসবে তার নতুন শাখায়,
দেবে মন প্রাণ জুড়িয়ে ।
লেখক: নাঈম হোসাইন
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
মোবাইল: ০১৭৭৪-২৯৮৯৬০
ইমেইল: email: naimiphonec5@gmail.com