মনন বিভিশিখা / কাজী আতীক

মনন বিভিশিখা /
কাজী আতীক

মনন বিভিশিখা সুনামিতে ভেসে গেলো
সময়ের যাকিছু তিল তিল অর্জন ঐতিহ্য
সহিষ্ণু মতান্তর কিংবা সংস্কৃতি ভিন্নতার ভারসাম্য,

এক পরিকল্পিত বিশ্বাস বৈষম্য দিয়ে শুরু যার
এখোন হিংসা আর প্রভুত্ববাদের ঘৃণ্য সূতিকাগার,

হায়! বিকৃত অভিলাষ বাসনার বিষাক্ত নিঃশ্বাস
বর্বর ফুৎকারে বুঝি নিভে যায়- শিখা অনির্বাণ।

(নিউ ইয়র্ক, ২৭ ডিসেম্বর ২০২৪)

Comments (0)
Add Comment