চোখ । আরিফ আহমেদ সিদ্দিকী

চোখ
—- আরিফ আহমেদ সিদ্দিকী

আশপাশ চারিপাশ
পারিপার্শ্বিক অবস্থা তথৈবচ
তবুও নিঃশব্দে নিঃশ্বাসে বেঁচে থাকা
শুধু চোখ দিয়েই চোখের দেখা।

অনেক ইতিহাস গড়িয়েছে
ললাটে আগুনের শিখার মতো
নিষ্পলক তাকিয়ে দেখা
ওই দুটো চোখ মেলে।

নদীর স্রোতের ন্যায় কষ্ট আর যন্ত্রণা
প্রবাহ ঠিক রেখেই এগিয়ে যায় গন্তব্যে
সীমাহীন অনন্ত ছোটাছুটিতে ক্লান্ত বেলায়
দুচোখে স্বপ্ন বুনন চোখ দিয়ে ভাবা।

আমি যদি হারাই দৃষ্টিশক্তি
আমি হারাই পথ
আমি হারিয়ে ফেলি সকল কিছু
ওই চোখ দিয়েই দেখিয়ে দিও, রইলো আকুতি।

চোখ
Comments (0)
Add Comment