মানবতার কবি প্রেমের কবি ম.ম.রবি ডাকুয়ার কবিতা
মানবপ্রেমীর জম্মদিন
ম.ম.রবি ডাকুয়া
———————-
পৃথিবী বদলে দিতে
যে নক্ষত্রের আলোক ধারা,
সে মায়া ভুলতে যেওনা,
সে বাঁধন খুলতে চেওনা।
কতটা আঘাত পাও একটু খোচায় সুচে,
ভুলতে বসেছ
তোমাদের তরে নিজেকে বিধলো যে ক্রুশে।
তোমার তরে দুঃখ ভুগে,
সে শুধু পাপের পরিত্রান যুগে যুগে।
আজ বড়দিন
আজ জন্মদিন,
এ জন্মের কাছে তোমার চিরঋণ,
এলো ঋণ শোধবার দিন।
শিশুন্যয় নিস্পাপ যীশু,
নিজেকে যে বিধলো ক্রুশে,
তোমাদের পাপে নিজেকে দুষে।
তোমাদের মঙ্গলতরে,
নিজেকে বিধলো পেরেক নিজ করে।
কে তুমি পাপী?
সমাজ কুলুশে ভরে দাও পাপে উত্তাপি।
মানবেতর জীবন শেষে,
আজ মানবতার জন্ম বিশ্বদেশে।
আজ শুভ দিন ,
মানবপ্রেমীর জন্মদিন।