কষ্ট
আতিয়ার রহমান
আদর শাসন ভর হারালে
সন্তানেরা দুষ্ট হয়
কাণ্ডজ্ঞানের পড়তি-স্বভাব
মাত্রাছাড়া রুষ্ট হয়।
ঘাটতিগুলো পুষিয়ে নিতে
সমাজ, শিক্ষা সুষ্ঠু রয়
পাণ্ডাগুলো ডাণ্ডা খেয়ে
কাণ্ডজ্ঞানে পুষ্টু হয়।
কিন্তু যদি বাইরে ঘরে
সংখ্যাগুরু পাতক হয়
রাষ্ট্র সমাজ দাবড়ে ফেরে
মা-বাবারও ঘাতক হয়।
মানব নামের শ্রেষ্ঠ ফসল
এমন যদি নষ্ট হয়
কালের চাকা ঘুরছে কোথায়
ভাবতে গেলে কষ্ট হয়।
২৬-১২-২০১৯