স্পর্ধা । সমজিৎ পাল

স্পর্ধা
– সমজিৎ পাল

কে তুমি দেখাও স্পর্ধা এতটা, কার গায়ে তোলো হাত?
নিজেই বোঝালে কার ‘চর’ তুমি, কার ঔরস-জাত!

জাতির পিতা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
যার ডাক আজও বাঙালি রক্তে শিরায় শিরায় বহমান।

যার তেজে জ্বলে উঠেছে বাঙালি, সাক্ষী বিশ্ববাসী
যার নীতি বলে অভাবের দেশে ঘরে ঘরে আজ হাসি।

যার আদর্শে চলেছে বাঙালি উন্নত দেশ গড়তে
কাপুরুষ তুমি, তার সাথে চাও রাতের আঁধারে লড়তে!

যাকে খুন করে তোমরা চেয়েছো লুটেপুটে খাবে দেশ
তোমাদের কাছে মৃত যে মানুষ, তার প্রতি কেন দ্বেষ?

কেন ভয় পাও মুজিবের ছবি, মুজিবের প্রতিবিম্ব
ধোকা দিয়ে বোকা করেছো জাতিকে
দিয়েছো অশ্বডিম্ব!

জাতি বুঝে গেছে, তুমিও বুঝেছো
মুজিব রয়েছে জীবিত
তার ছবি আর ভাস্কর্যতে, তাইতো রয়েছো কী ভীত!

মুজিব রয়েছে মুজিবের দেশে, চিরকালই সেতো থাকবে
ফুল-পাখি-নদী, ফসলের মাঠ
‘পিতা’ বলে তাকে ডাকবে।

এই বাংলার আকাশ-বাতাস, নদী-গিরি-বন, জলও
সকলেই রাখে মুজিবের ছবি, কয়টা সরাবে বলো?

বৃথা সে চেষ্টা কোরোনাকো তাই, পড়োনাকো জনরোষে
ফের বলে যাই, পাকিদের বীজ, রেখোনা মনের কোষে।

সমজিৎ পালস্পর্ধা
Comments (0)
Add Comment