মাহবুব হাসান
আর্নেস্ট হেমিংওয়ে
আজ আবহাওয়া খুব ভালো
দেখো নীলাকাশ রোদের বাশনা ছডিয়েছে!
বললেন আর্নেস্ট হেমিংওয়ে
প্যাসিফিকের নীল জলের উচ্ছাস তার নীলাভ চোখে;
আর কতো মিথ্যে লিখবে কাগজে?
বরং চলো আমার ফিসিংবোটে
সেই কিশোরের মতো
নিয়ে সুবৃহৎ মাছ শিকারের স্বপ্ন বুনে
মজ্জমান থাকি আজ দুই বুডো দক্ষ সাংবাদিক!
সেই দুরন্ত স্বপ্নের স্রোতে
কেটে যাবে সারাদিন সারারাত আমাদের,
ক্ষুধার কামড় ভুলে ছিপের নিশানা
গাঁথবো দুজন,
স্বপ্নের পেছনে ছুটবো দুরন্ত শৈশব যেমন ছোটে,
মাছ শিকারের হুইল আর বড়শির আধার
ধোঁয়াশায় বোনা-
আমাদের মহাসমুদ্রের মতোই উত্তাল আর
মোহাচ্ছন্ন করে রাখবে যেন আমরা
ভুলে যাই কূলে অপেক্ষমান সন্তান
আগ্রাসী মুখের হাসি।
তারা ক্ষুধার্ত, কেন না তারা মাছের গন্ধের স্বাদে
তুষ্ট নয় , মাংস-মজ্জাসহ
কামড়ে-চুষে গিলবে পৃথিবী।
তুমি চলো মাছ শিকারে নামি সুনীল জলে,
আজ তারা অপেক্ষমান দাঁতাল
বুভুক্ষ ওয়াল স্ট্রিটের চিতাবাঘ
নামবে সূর্য ডোবার পর
মোলায়েম অন্ধকারে।