সোনার বাংলাদেশ
—আরিফ আহমেদ সিদ্দিকী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
দেখিয়েছিলেন স্বপ্নের সোনার বাংলা
নানা ঘাত-প্রতিঘাত, চড়াই-উতরাই পেড়িয়ে-
আজ স্বপ্নের দেশ সোনার বাংলাদেশ।
তাঁরই কন্যা শেখ হাসিনা, দক্ষ নেতৃত্বে আর দৃঢ় মনোবলে_
এগিয়ে নিয়েছেন বিশ্বের বুকে মাথা উঁচু করে।
ছিনিয়ে এনেছেন সমুদ্র জয়, নদীর বুকে পদ্মাসেতু
পাকশীর রূপপুরে বিদ্যুৎ-এর ঝলকানি।
সারাবিশ্ব অবাক আজ, সোনার বাংলার ইতিহাসে,
ভাষা নিয়ে আজ আমরা রয়েছি বিশ্বের দরবারে।
মহান মুক্তিযুদ্ধ জানান দেয় বাংলাদেশের গৌরবের
স্বপ্নের বাংলার পরতে পরতে রোপিত সোনা ফলায়।
গৌবর আর অহংকার সে তো বড় ইতিহাস
কাজের মধ্যেই প্রমাণ মেলে উন্নয়নের ইতিহাস
জাতির পিতা বঙ্গবন্ধু দৃশ্যত অনুপস্থিত
তারই অবদানের স্বীকৃতিতে আজ গোটা বিশ্ব অবাক।
ভেদাভেদ, পারস্পারিক বিরোধ আর নয় সোনার দেশে
সময় এসেছে ষড়যন্ত্রকারী বর্গীদের বিতাড়িত করার
তাদের সমূলে উৎপাটন করেই দীর্ঘশ্বাসের প্রতিবাদ হবে শেষ;
সোচ্চার হোক বাঙালি জাতি, জাগ্রত হোক বিবেক।
কালো-আধারের পথ থেকে বেড়িয়ে এসে দামালের মতো-
প্রতিবাদের ঝড়ে উড়ে যাবে লণ্ডভণ্ড হবে লুকিয়ে থাকা শত্রুুদল।
প্রকাশ্যে- এসো দলাদলি ছেড়ে সবাই এককাতারে জয়বাংলা ধ্বনিতে
বহিঃশত্রুর ষড়যন্ত্র প্রতিহত করতে, দমাতে না পারে যেন সোনার বাংলাকে।