স্বাধীন বাংলা । নাসরীন মিতা

 স্বাধীন বাংলা
****************
নাসরীন মিতা
*************

হাজার হাজার শহিদ মা ভাইয়ের রক্তের বিনিময়ে
অর্জন করেছি আমরা এই স্বাধীনতা।
শত শত মায়ের ইজ্জত হারিয়ে ,
স্বাধীন হয়েছে এই বাংলা।
অনেক কষ্টে অর্জন করেছে আবাল বৃদ্ধ বণিতা
এই বাংলা।
তবুও কেন রাজাকার আলবদরের নিয়মে চলছে
এই দেশে গণ ধর্ষণ?
চলছে শত শত নারী শিশু নির্যাতন। কত শত গৃহ বধূ দিচ্ছে বলিদান,
বাংলায় কথা বলি, বাংলায় করি গান, বাংলায় লেখি কত কাব্য কবিতা।
তবুও কেন বোঝেনা বাংলার দামাল ছেলেরা মা- বোনের বোবা কান্না?
তবুও কেন হচ্ছে অহরহ নির্যাতন?
আজও তো ফোটে ফাগুনে পলাশ, শিমূল।
আজও তো একুশ এলে করে প্রভাত ফেরি।
দেয় শহিদের স্মরণে ফুল।
কোথায় গেলো আজ দামাল
ছেলেদের সাহস!
এই সবুজ বাংলায় শত শহিদের
রক্তে উঠেছে গড়ে, স্বাধীনতার
লাল সবুজের পতাকা।

নাসরীন মিতা
Comments (0)
Add Comment