প্রতি অঙ্গ লাগি কাঁদি
– স্বপন দত্ত
মন খারাপের গল্পপাখি খাঁচার মাঝে ওড়ে।
কষ্টমোড়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছি
অনেক অনেক
অনেক বছর,
হাজার বছর
দাঁড়িয়ে আছি, আলিঙ্গনের তৃষ্ণাদিঘি খুঁড়তে
খুঁড়তে,
খুঁজতে… খুঁজতে, খুঁজতে… খুঁজতে।
মন খারাপের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি।
গল্পপাখি খাঁচার মাঝে
কষ্টে মোড়া – শূন্য চরাচর।
ভেবেছিলাম কোথাও আছে পাথরচাপা,
একটু গোপন স্পর্শ দেবে ভাগ্যরেখা
পরশপাথর একা একা।
কে যেনো কে দুঃখ-বাদাম ভেঙে খাচ্ছে,
গেয়ে যাচ্ছে দানা দানা হীরকচূর্ণ :
‘ তবু হিয়া জুড়োন না গেল্ ,
যুগ যুগ হাম
হিয়ে হিয়ে রাখনু
তবু হিয়া জুড়োন না গেল্।
আঁখি ঝুরে রূপ লাগি গুণে মন ভোর
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।’
মন খারাপের ব্যালকনিতে
মন খারাপের গল্পপাখি ঘোরে,
দাঁড়িয়ে আছি হাজার বছর – শূন্য চরাচরে।
★১২ই ফেব্রুয়ারি ২০২১★