ফেব্রুয়ারি ফাল্গুন
কাজী আতীক।
নিঃশ্বাসের মতো প্রিয় উপলক্ষ কোনো
যখোন দায়সারাগুছের, যদি প্রাণাতিপাত নয়
তবে প্রতারণা ফাঁদ-
অনুভব শূন্য এক হৃদয় বিভ্রাট।
যেমন- কখনো যদি ঢাকা পড়ে মেঘে
কিংবা ভারি ঘন কুয়াশায়- প্রত্যাশার চাঁদ
জোনাকি আলোয় কি আর ঘুচে অন্ধকার?
এখানে ভ্যালেন্টাইন, ওখানে ফাল্গুন
এখানে ব্ল্যাক হিস্ট্রি, ওখানে একুশ
প্রেক্ষিত- ভালোবাসা, ভাষা আর মানুষ,
অথচ ওসব যেনো ইদানীং এক বিকার অহংকার!
(নিউ ইয়র্ক, ১৪ ফেব্রুয়ারি ‘২০২১)