আকাশে আকাশে আঁকি তোমার মুখ
– ফাহমিদা ইয়াসমিন
আকাশের বুক
কালবৈশাখীর কালো
মেঘে ঢেকে আছে
তবু বৃষ্টির ছোঁয়ায় মনকে
রাঙাতে চেয়েছি
তাই কেবলই তোমার
মুখচ্ছবি আঁকি
আকাশে আকাশে।
মেঘলা বিকেলে আনমনে
বেলকনিতে বসে
অবচেতন মনে কেবলই
তোমাকে ভাবি
তোমার স্মৃতিতে ভেসে
যাই স্মৃতির প্রাঙ্গণে।
তোমার আসার
অপেক্ষায় ভাবি
আসবে কখন আসবে
কখন।
আমার হৃদয় রাঙিয়ে
দিতে এসো প্রিয়
আমার মনে জাগিয়ে
তুলো
ষোড়শী বয়সের
আষাঢ়স্য মধুরতা।
ফাহমিদা ইয়াসমিন :
যুক্তরাজ্য প্রবাসী কবি ও গীতিকার ।