এবার এসবে যতিচিহ্ন পড়ুক/
কাজী আতীক।
এই যে সময়- পাগল পাগল পরিভাষার
যে সময়- আকাল ও অনুভব শূন্যতার
এ সময়- ‘জলে কুমির ডাঙ্গায় বাঘ’
এক- ভয়ানক মানবিক সংকট সমাহার,
অতিমারির কোপানলে দিশেহারা মানুষ
অপরাজনিতির গ্যাড়াকলে বিপর্যস্ত বোধ,
সংঘাত সংকট- অনেকতো হলো-
এবার এসবে একটা যতিচিহ্ন পড়ুক,
কিংবা হুইসেল বাজুক নাহয় সমাপ্তি সময়ের।
(নিউ ইয়র্ক, ৫ মার্চ ‘২০২১)