নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার গেইটের সামনে প্রকাশ্য দিবালোকে নবীনগর সদর বাজারের চাউল ব্যবসায়ী মোখলেছ মিয়া (৬০)কে দাঁড়ালো ছুড়ি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে পৌর এলাকাল নারায়নপুর গ্রামের কামাল মিয়া (৩০) নামে এক যুবক। পুলিশ ঘটনাস্থল থেকে ছুড়ি সহ ওই যুবকে আটক করেছে। আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লায় পাঠানো হয়েছে। জানাযায়, নবীনগর পৌর এলাকার নারায়নপুর গ্রামের মোখলেছ মিয়া নবীনগর বাজারের একজন প্রবীন ব্যবসায়ী, আজ বুধবার আসরের নামাজ পড়ার জন্য নবীনগর থানার সামনে এস আর জামে মসজিদে যাচ্ছিলেন, ঠিক ওই সময় থানার গেইটের সামনে আগে থেকে উৎ পেতে থাকা নারায়নপুর গ্রামের হবি মিয়ার ছেলে কামাল মিয়া, পূর্ব বিরোধের জের ধরে দাঁড়ালো ছুড়ি নিয়ে মোখলেছ মিয়ার উপর আচমকা আক্রমন করে মাথায় ও পিঠে এলোপাতারি কোপাতে থাকে।
মাটিতে লুটিয়ে পরেন মোখলেছ মিয়া, রক্তে রাস্তা ভিজে যায়, রক্ত দেখে সাধারণ মানুষ আতংকিত হয়ে দৌড়াতে থাকে। ছুড়ির ভয়ে সাধারণ মানুষ এগিয়ে না এলেও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোখলেছ মিয়াকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে যায়,পরে অবস্থা অবনতি হতে থাকলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লায় রেফার করেন। ওই সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা দাঁড়ালো ছুড়ি সহ কামাল মিয়াকে আটক করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার অফিসার্স ইনচার্জ আমিনুর রশিদ বলেন, আহত ব্যাক্তিকে রক্তাক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে এবং হামলাকারী কামাল মিয়া নামে এক যুবককে রক্তমাখা একটি দাঁরালো ছুড়িসহ আটক করা হয়েছে। রোগির অবস্থা আশংকাজনক হওয়ার কারনে তাকে কুমিল্লায় পাঠানো হয়েছে।