বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারপার্সন শ্রীমতি নমিতা ঘোষের মৃত্যুতে শোক জ্ঞাপন

বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ এর কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারপার্সন শ্রীমতি নমিতা ঘোষের মৃত্যুতে শোক জ্ঞাপন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী কন্ঠশিল্পী শ্রীমতি নমিতা ঘোষ করোনায় আক্রান্ত হয়ে পপুলার হাসপাতালে গত ২৬ শে মার্চ, ২০২১ রাতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ১৯৭১ সালে মাত্র ১৪ বছর বয়সেই কন্ঠ মু্ক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশ- ভারত সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারপার্সন ছিলেন। সর্বশেষ তিনি গত ১২ই মার্চ, ২০২১ তারিখে বাংলাদেশ টেলিভিশনে একটি অনুষ্ঠানে অংশগ্রহন করেন। তার পরপরই তিনি অসুস্থ হয়ে প্রথমে আজগর আলী হাসপাতাল এবং অবস্থার অবনতি হওয়ায় সর্বশেষ ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই ২৬শে মার্চ, ২০২১ দিবাগত রাতে মৃত্যুবরণ করেন। আমরা তাঁর বিদেহী আত্মার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ এর কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্ঠা এডভোকেট এম.এ.বারী (M A Bari) এবং কেন্দ্রীয় কমিটির পক্ষে কমরউদ্দীন আহমদ ও এডভোকেট শাহাবউদ্দিন খান লার্জ (Sahabuddin Khan Large) , পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বিজয় টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোরর্টাল বিডি২৪ভিউজের সম্পাদক ও প্রকাশক প্রবীর সাহা ।
বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদশ্রীমতি নমিতা ঘোস
Comments (0)
Add Comment