বাংলাদেশের খেলার জগতেও হানা দিল করোনা । এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের অন্যতম সফল ওয়ানডে ক্রিকেট অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা । ২০ জুন শনিবার করোনা পজিটিভ হওয়ার ফলাফল আসল তার।
দুইদিন ধরেই প্রচন্ড জ্বরে ভুগছিলেন বাংলাদেশের সফল ক্রিকেটার ও জনপ্রিয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা । করোনা উপসর্গ গা ও মাথা ব্যথা থাকায় গত শুক্রবার ১৯ জুন পরীক্ষার জন্য নমুনা দেন মাশরাফি বিন মুর্তজা।
ফলাফল পজিটিভ হলেও জ্বর ও গা ব্যথা ছাড়া অন্য কোনো ধরনের সমস্যা নাই মাশরাফি বিন মুর্তজার। তিনি এখন নিজের বাসাতেই আইসোলেশনে আছেন।
করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই রাজনীতির মাঠে জনসচেতনতায় বেশ সক্রিয় ছিলেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ আসনে কর্মহীন,দুস্থ-অসহায় মানুষের খাদ্য সহায়তা থেকে শুরু করে চিকিৎসা সেবা নিশ্চিত করে চলেছেন।
করোনা আক্রান্তের খবর প্রকশিত হলে দেশজুড়ে মাশরাফি বিন মুর্তজার ভক্তরা সমবেদনা সহ দ্রুত তার সুস্থ্যতা কামনো করছে বিভিন্ন সোসাল মিডিয়ার মাধ্যমে । মাশরাফি বিন মুর্তজা আবার ফিরে আসুক খেলা ও রাজনীতির এ প্রত্যাশা সকল ভক্তদের ।