Rosatom Launches Atoms for Humanity Global Nuclear Awareness Campaign on 30 April

রোসাটমের বিশ্বব্যাপী মানবতায় পরমানবিক শক্তি শীর্ষক সচেতনতা অভিযান শুরু হচ্ছে ৩০ এপ্রিল

Moscow, 28th April 2021 –In order to power a better future, we need a clean and reliable source of energy, just like nuclear. However, modern nuclear technology is much more than green electricity. It is a versatile tool needed to solve the most urgent challenges of today and tomorrow. It is indispensable to achieving the UN Sustainable Development Goals. Unfortunately, many people around the world see nuclear as yet another source of electricity.

Emboldened by the desire to rectify this injustice Rosatom launches Atoms for Humanity, a unique nuclear awareness initiative. Rosatom believes that it is high time to put a human at the center of nuclear debate. The Atoms for Humanity is a unique collection of stories capturing ordinary people from all over the world sharing how nuclear transforms their lives and helps fulfil dreams, both big and small.

The project launch event, Why Humanity Needs Nuclear, will take place on 30 April. Kristy Gogan, an internationally sought-after expert with over 15 years in advising the government on climate and energy, will host the discussion. Other speakers include Rosatom and World Nuclear Association executives, environmental experts, and heroes of Atoms for Humanity documentaries.

List of Speakers

– Polina Lion, Chief Sustainability Officer, Rosatom

– Sama Bilbao y León, Director General, World Nuclear Association

– Dr. Maher Aziz, Member, the World Energy Council

– Ben Heard, Founder, Bright New World

– Sergio Orlandi, Head of Central Engineering and Plant Directorate, ITER

The event will focus on the social, economic and environmental benefits of nuclear energy with invaluable insights from accomplished experts. The discussion will also feature first-hand accounts of people, who directly benefitted from nuclear technologies.

Please join us for the project launch on 30 April at 6:00 PM Dhaka time athttps://atomsforhumanity.com/

****

AboutRosatom

ROSATOM is the only company in the world that has the resources and competencies to offer energy solutions across the nuclear supply chain. It possesses awide range of assets, including assets in design, construction and operation of nuclear power stations, uranium mining, conversion and enrichment, supply of nuclear fuel, decommissioning, spent fuel storage and transportation and safe nuclear waste disposal. Rosatom is also engaged in the production of equipment and isotope products for the needs of nuclear medicine, scientific research, and materials science, the production of digital and of various nuclear and non-nuclear innovative products. The company’s strategy is to develop low-carbon power generation projects, including in the wind generation field. Today the company brings together over 300 enterprises and organizations and over 250,000 employees.

বিডি২৪ভিউজ ডেস্ক : উজ্জ্বল ভবিষ্যতের জন্যে আমাদের পারমানবিক শক্তির ন্যায় পরিষ্কার ও নির্ভরযোগ্য জ্বালানী প্রয়োজন। যদিও আধুনিক পারমানবিক প্রযুক্তির গ্রীন ইলেক্ট্রিসিটি ছাড়াও আরো অনেক ব্যাবহার রয়েছে। বর্তমান ও ভবিষ্যতের সবচেয়ে কঠিন সমস্যা সমাধানে এর উপযোগীতা বহুমুখী। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে এটি অপরিহার্য প্রযুক্তি। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখোনো পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ পারমানবিক শক্তিকে শুধুমাত্র একটি বিদ্যুৎ উৎসই মনে করে।

এ থেকে উত্তরনের লক্ষ্যে রোসাটম বিশ্বব্যাপী মানবতায় পরমানবিক শক্তি শীর্ষক একটি অনুপম সচেতনতা অভিযান শুরু করছে। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে পারমানবিক শক্তি সম্পর্কে আলোচনা করার এটাই উত্তম সময়। মানবতায় পরমানবিক শক্তি অভিযান অসংখ্য গল্পের সমষ্টি যাতে পারমানবিক শক্তি কিভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের জীবন বদলে দিয়েছে এবং তাদের ছোট-বড় স্বপ্নগুলোকে বাস্তবায়নে সহায়তা করছে তার গল্প শুনাবে।

এই প্রকল্পে “কেন মানুষের পারমানবিক শক্তি দরকার, অনুষ্ঠানটি আয়োজিত হবে ৩০ এপ্রিল। ক্রিস্টী গোগান, যিনি আন্তর্জাতিকভাবে জনপ্রিয় বিশেষজ্ঞ এবং ১৫ বছর ধরে সরকারকে পরিবেশ ও জ্বালানী বিষয়ে পরামর্শ দিয়ে আসছে, অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। অন্যান্য বিষেষজ্ঞদের মধ্যে রয়েছে রোসাটম ও ওয়ার্ল্ড নিউক্লিয়ার এসোসিয়েশনের নির্বাহীগণ , পরিবেশ বিশেষজ্ঞগণ, এবং মানবতায় পারমানবিক শক্তির প্রামান্যচিত্রের নায়কগণ।
বক্তাদেরতালিকাঃ
– পাওলিনা লিয়ন , চিফ সাস্টেইনিবিলিটি অফিসার , রোসাটম
– সামা বিলবাও ওয়াই নিয়ন , ডিরেক্টর জেনারেল , ওয়ার্ল্ড নিউক্লিয়ার এসোসিয়েশন
– ড. মাহের আযিয , সদস্য , দি ওয়ার্ল্ড নিউক্লিয়ার কাউন্সিল
– বেনহিয়ার্ড, প্রতিষ্ঠাতা, ব্রাইট নিউওয়ার্ল্ড
সের্গেই অরল্যান্ডি, প্রধান, কেন্দ্রীয় প্রকৌশন ও প্লান্ট ডাইরেক্টরেট , আইটিইআর
আয়োজনটি পারমানবিক শক্তি সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধা সমুহের উপর বিশেষজ্ঞগণের মুল্যবান মতামতের উপরবিশেষ গুরুত্বআরোপ করবে। এই আলোচনায় পারমানবিক শক্তি ব্যাবহারে উপকৃত বিভিন্ন মানুষের মতামতও নেয়া হবে।
প্রকল্পের  অনুষ্ঠান শুরু ৩০ এপ্রিল , বাংলাদেশ সময় বিকাল ৬.০০টা
www.atomsforhumanity.com এইওয়েবসাইটে।

Rosatom
Comments (0)
Add Comment