ঈদে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে শুভেচ্ছা বিনিময়

বিডি২৪ভিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে একে-অপরকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

শুক্রবার সকালে হিলি সীমান্তের শূন্যরেখায় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার সতিশ শিং বিজিবির হিলি সিপি ক্যাম্পের কমান্ডার ইয়াসিন আলীকে বিএসএফের পক্ষ থেকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানান।

এর আগে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। এসময় সেখানে উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বিজিবি জানায়, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখে যেন দুই বাহিনী সে লক্ষ্যে দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকি। এই ধরনের রেওয়াজ হিলি সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসছে বলে জানায় বিজিবি।

পবিত্র ঈদুল ফিতরবর্ডার গার্ড বাংলাদেশবর্ডার সিকিউরিটি ফোর্সবিএসএফবিজিবিবিজিবি-বিএসএফবিজিবি-বিএসএফের মধ্যে শুভেচ্ছা বিনিময়হিলি সীমান্ত
Comments (0)
Add Comment