রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ওপর অনলাইন সেশন ৪ জুলাই

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বর্তমান অবস্থা এবং বাংলাদেশের পরমাণু শিল্পে ক্যারিয়ার গড়ার সুযোগ” শীর্ষক এক-ঘন্টাব্যাপী একটি সেশন আগামীকাল, ৪ জুলাই সন্ধ্যা ৮ঃ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বর্তমান অবস্থা এবং বাংলাদেশের পরমাণু শিল্পে ক্যারিয়ার গড়ার সুযোগ” শীর্ষক এক-ঘন্টাব্যাপী একটি সেশন আগামীকাল, ৪ জুলাই সন্ধ্যা ৮ঃ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকাস্থ পরমাণু শক্তি তথ্যকেন্দ্র সেশনটি আয়োজন করছে ।

রূপপুর প্রকল্পে কর্মরত দু’জন কর্মকর্তা সেশনে মহামারীকালীন প্রকল্পে কাজের অগ্রগতি, কর্মকর্তা-কর্মচারীদের জন্য গৃহীত বিভিন্ন সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা, প্রকল্পে কাজ করার জন্য কীভাবে নিজেকে তৈরী করতে হবে ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন। বক্তারা হলেন – নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর ব্যবস্থাপক আল মামুন এবং সিনিয়র সহকারী ব্যবস্থাপক ইমরান হোসেন। তারা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দিবেন। আগ্রহী শিক্ষার্থী, শিক্ষক অথবা অন্য যে কেউ – https://m.facebook.com/story.php?story_fbid=2746869335638845&id=2346378979021218?sfnsn=mo লিংকে ক্লিক করে অনলাইন সেশনে অংশগ্রহণ করতে পারবেন।

মহামারীকালে ঢাকাস্থ পরমাণু শক্তি তথ্যকেন্দ্র শিক্ষামূলক ও অন্যান্য আকর্ষনীয় অনলাইন সেশন আয়োজন করে আসছে। বিভিন্ন ফরম্যাটের এই সেশনগুলো আয়োজনে সহায়তা করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন – রসাটম।

Ruppur Nuclear Power Plantরূপপুররূপপুর পারমাণবিক প্রকল্পরূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প
Comments (0)
Add Comment