পাবনা প্রতিনিধি : করোনা সঙ্কটময় পরিস্থিতিতে পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে জেলা সদরসহ জেলার সকল উপজেলায় মিলে ৫০টি অক্সিজেন সিলিন্ডার, ১০০টি অক্সিজেন মাস্ক এবং ১০টি অক্সি মিটার প্রদান করা হয়েছে। পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ও দূদক’র সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু এবং সাধারণ সম্পাদক ও রেলপথ মন্ত্রনালয়ের সচিব মো. সেলিম রেজা নির্দেশনায় বুধবার (১৪’জুলাই) বিকাল সাড়ে ৫ টায় পাবনা সিভিল সার্জন কার্যালয়ে এসব উপকরণ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, জেলা পুলিশের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, ফাউন্ডেশনের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিৎ নাগ, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনার সিভিল সার্জন ডা.মনিসর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাহেদ পারভেজ, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, ২৫০ ময্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারি পরিচালক ডা.আবু সালেহ, পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক মহিউদ্দিন ভূইয়া প্রমুখ।