ফটোগ্রাফার ও ডিজাইনারদের ভ্রমন কালীন চিত্রপ্রদর্শনী “কালেকশন অফ ইম্প্রেশন” শুরু করেছে রাষ্ট্রীয় ট্রীটিয়াকভ গ্যালারী এবং রোসাটম

State Tretyakov Gallery and Rosatom launched “Collection of Impressions. Photographers and designers on travelling” exhibition

বিডি২৪ভিউজ ডেস্ক : Moscow, 19th July 2021– এ রাষ্ট্রীয় কর্পোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ এবং মস্কোর ডিজাইন মিউজিয়ামের সহোযোগিতায় ফটোগ্রাফার ও ডিজাইনারদের ভ্রমনকালীন চিত্র প্রদর্শনী “কালেকশন অফ ইম্প্রেশন” শুরু করেছে রাষ্ট্রীয় ট্রীটিয়াকভ গ্যালারি।

এই প্রদর্শনীতে আধুনিক রাশিয়ার ডিজাইনার এবং স্থপতিদের ১১টি শিল্প কর্ম সহ বাংলাদেশ, ভারত, মিশর, হাঙ্গেরী, ফিনল্যান্ড, তুরস্ক, বেলারুশ, উজবেকিস্তান এবং রাশিয়া থেকে আসা এএসই আন্তর্জাতিক ফটো এওয়ার্ডস ২০২০ এ রানার আপ ছবি গুলোও দেখানো হয় । শিল্প, গ্রাফিক, বই, আসবাবপত্র এবং লাইট ডিজাইন আইটেম সহ টেক্সটাইল ও সিরামিকের ছবিগুলো নতুন অর্থ তৈরী করে। প্রদর্শনীতে বিখ্যাত গ্রাফিকস শিল্পী ইগোর গরুভিচ ডিজাইনে রাশিয়ার প্রথম সারির ডিজাইনার ও স্থপতি : আন্দ্রে বার্তেনেভ, ডেনিস সিমাচেভ, ইয়ারোস্লাভ রাসাদিন, কাটিয়া বোচাভার, সভেতলানা টেজিন, সের্গেই স্মিরনোভ ভিক্টোরিয়া আন্দ্রেয়ানোভা, আর্চপোল এবং অন্যান্য অনেকের কাজ ফুটে উঠেছে । ভিক্টর অসাদচেভের সঙ্গীত প্রদর্শনী হলে দর্শনার্থীদের এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নিয়ে যায় ।

প্রদর্শনীতে ভ্রমণ বিশেষ করে ফুটে ওঠে যা এই অতিমারীতে আমরা সবাই ভীষণভাবে মিস করছি ।ভ্রমন আমাদের পুনরুজ্জীবিত করে এবং অনুপ্রেরণা দেয় তা এ প্রদর্শনীতে ব্যাবহৃত ছবিগুলোর আবেগ, দৃশ্য, সঙ্গীত এবং গল্প আমাদের মনে করিয়ে দেয় ।

ট্রীটিয়াকভ গ্যালারীর জেনারেল ডাইরেক্টর জেলফিনা ট্রেগুলোভা বলেন “আমি মনে করি আমরা বেশির ভাগ মানুষই অন্য যেকোন কিছুর চেয়ে ভ্রমন বেশি পছন্দ করি । এই প্রদর্শনীর মাধ্যমে আমরা বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারি । এ প্রদর্শনী আধুনিক ডিজাইন, স্টাইল, ফ্যাশন, এবং সিরামিকস এর ছবির একটি আকর্ষনীয় সম্মীলন । ছবিগুলো আমাদের ভ্রমনে নিয়ে যায় এবং একটি আমাদের একটি গুরুত্বপুর্ন শিক্ষা দেয়,তা হলো আমাদের বসবাসের এই অত্যন্ত সুন্দর পৃথিবীকে সংরক্ষণ করতে হবে ।

প্রদর্শনীর উদ্বোধনীতে জেএসসি এএসই কর্পোরেট কার্যক্রমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিকোলয় পোরদোভ বলেন “ আমরা সকলে একটি গুরুত্বপুর্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছি, এ এক অবিশ্বাস্য অভিজ্ঞতা । যে সমস্ত দেশ পারমানবিক প্রযুক্তির উন্নয়নে বিশ্বাস করে এবং যাদের সাথে আমরা কাজ করছি সেই সকল দেশের জন্য আমরা এ প্রদর্শনীকে উৎসর্গ করেছি । এ প্রদর্শনীতে আপনারা ফটোগ্রাফার ও বিভিন্ন ভ্রমনপিপাসু দের তোলা সুন্দর ছবি দেখবেন ।ছবিতে রাশিয়ান বিজ্ঞানীদের তুলে ধরা হয়েছে । এখানে আপনি সুন্দর কুলিং টাওয়ার এবং রিয়াক্টরের পাশাপাশি পারমানবিক প্রযুক্তির মাধ্যমে কিভাবে পরিবেশের সংরক্ষণ করা হয়েছে তাও দেখতে পারবেন । ডিজাইনার এবং ফটোগ্রাফারদের শিল্প কর্ম প্রদর্শনী স্থলে একটি অন্য রকম আবহ তৈরী করে, প্রত্যেক দর্শনার্থী অবশ্যই তা অনুভব করতে পারবেন” ।

ব্রিটিশ উচ্চ বিদ্যালয়ের আর্ট এন্ড ডিজাইনের প্রভাষক , ফ্যাশন গবেষক ও সাংবাদিক টিম ইলিয়াভের রেকর্ড করা অডিও প্রদর্শনী উদ্বোধনের আগেই প্রস্তুত করা হয়েছে । একটি শিক্ষামূলক অনুষ্ঠানের কথাও বিবেচনা করা হচ্ছে ।

২৬ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত এই প্রদর্শনী চলবে। ঠিকানা : ১০ ক্রিমস্কি ভাল, ট্রীটিয়াকভ গ্যালারী , অয়েস্ট উয়িং , মস্কো ডিজাইন মিউজিয়াম স্থল।

bd24views desk : Moscow, 19th July 2021–On July 7, 2021, the State Tretyakov Gallery in partnership with the Moscow Design Museum and ROSATOM State Corporation’s Engineering Division launched the exhibition “Collection of Impressions. Photographers and designers on travelling”.

The exposition displays 11 art installations of modern Russian designers and architects as well as photographs of the ASE International Photo Awards 2020 runners-up from India, Bangladesh, Egypt, Hungary, Finland, Turkey, Belarus, Uzbekistan and Russia. Industrial, graphic, book, furniture and light design items as well as textiles and ceramics complement photographs, creating new meanings and associations. The exposition, designed by the prominent graphic artist Igor Gurovich, presents the works of leading Russian designers and architects: Andrey Bartenev, Denis Simachev, Yaroslav Rassadin, Katya Bochavar, Svetlana Tegin, Sergey Smirnov, Victoria Andreyanova, ARCHPOLE and many others. Viktor Osadchev’s music guides through the exposition, transporting the audience across the halls and taking it to imaginary trip from one continent to the other.

The exhibition features travel, which is the thing we all miss so mush amid the pandemic. Its itinerary passes through emotions and recollections, sights and sounds, stories to remind how travel is rejuvenating and what it inspires for.

“I think many of us love to travel more than anything else. The exhibition gives us a chance to visit various countries. This is an exciting combination of photographs with modern design, style, fashion and ceramics items. All this transforms into a travel across space, into an extremely important message for all of us: do our best to preserve the beautiful planet we all live on,” told Zelfira Tregulova, General Director of the State Tretyakov Gallery.

“We have participated in a great and important event, it is an incredible experience for us. We have dedicated this exposition to all countries we are collaborating with. Countries that value the nuclear industry development. At the exhibition you will see wonderful pictures taken by photographers and travel enthusiasts. These photographs reflect the work of Russian nuclear scientists. These are not only majestic cooling towers and reactors where you can meet them, you can also see them outdoors, enjoying the nature, which we preserve due to the nuclear technology. The designers and photographers’ works give a special spirit to the exhibition space, and every visitor can certainly sense that,” said Nikolay Podorov, Senior Vice President for Corporate Functions of ASE JSC, at the exhibition launch.

The accompanying audio guide recorded by Tim Ilyasov, lecturer at the British Higher School of Art and Design, fashion researcher and journalist, has been prepared before the exhibition launch. An education program is also envisaged.The exhibition will run until September 26, 2021. Address: 10, Krymsky Val, New Tretyakov Gallery, West Wing, site of the Moscow Design Museum.

****

For reference:

The State Tretyakov Gallery is one of the major national art museums in Russia. Its collection counts over 200 thousand of artworks, sculptures, and graphics. A unique collection of contemporary art is displayed in the New Tretyakov Gallery on the Crimean Bridge. It hosts a large-scale retrospectives of great Russian artists as well as experimental exhibitions of young artists and designers.

The Moscow Design Museum is the only Russian museum dedicated to design. Its exhibitions are held at the main venues in Russia. Since 2019, the Moscow Design Museum in partnership with the State Tretyakov Gallery has been implementing projects in the West Wing of the New Tretyakov Gallery. The museum actively conducts educational and exhibition activities, attracting leading European and Russian designers and design historians.

The ASE International Photo Awards is an international contest for press photographers held by ROSATOM State Corporation’s Engineering Division. The contest is aimed at sharing knowledge about everyday life, cultural heritage and national identity of the countries where the Engineering Division operates. The contest was first held in 2019.

About Rosatom

ROSATOM is the only company in the world that has the resources and competencies to offer energy solutions across the nuclear supply chain. It possesses a wide range of assets, including assets in design, construction and operation of nuclear power stations, uranium mining, conversion and enrichment, supply of nuclear fuel, decommissioning, spent fuel storage and transportation and safe nuclear waste disposal. Rosatom is also engaged in the production of equipment and isotope products for the needs of nuclear medicine, scientific research, and materials science, the production of digital and of various nuclear and non-nuclear innovative products. The company’s strategy is to develop low-carbon power generation projects, including in the wind generation field. Today the company brings together over 300 enterprises and organizations and over 250,000 employees.

State Tretyakov Gallery and Rosatom launched “Collection of Impressions. Photographers and designers on travelling” exhibitionকালেকশন অফ ইম্প্রেশনরোসাটম
Comments (0)
Add Comment