বিডি২৪ভিউজ ডেস্ক : শুক্রবার থেকে ৫ আগস্ট পর্যন্ত লকডাউনে আন্তর্জাতিক যাত্রীদের জন্য দেশের অভ্যন্তরে ফ্লাইট চালু রাখার অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউন চলাকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা ও নভোএয়ারের অভ্যন্তরীণ ফ্লাইট আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের বহন করবে।
এ ক্ষেত্রে আন্তর্জাতিক যাত্রীদের এয়ার টিকেট ও অন্যান্য কাগজপত্র থাকতে হবে। এ ছাড়া, ফ্লাইটগুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। বেবিচকের পরিচালক (এয়ার ট্রান্সপোর্টেশন) একেএম ফজলুল হক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, এ তিন এয়ারলাইনস তাদের উড়োজাহাজে যাত্রী পরিবহনের আগে সেই যাত্রীর আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকিট রয়েছে কিনা তা নিশ্চিত করবে। বিমানবন্দরে চেক ইন ও বোর্ডিংয়ের সময় তা পরীক্ষা করে দেখবে। নতুন নির্দেশনাটি আগামী ৫ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে গত ১৩ জুলাই এক চিঠিতে ২৩ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত অভ্যন্তরীণ সব ফ্লাইট চলাচল বন্ধ রাখার নির্দেশনা জারি করেছিল বেবিচক।