বিডি২৪ভিউজ ডেস্ক : Moscow, 26th July 2021– ৬ই জুলাই বাংলাদেশের ১৫ জন স্নাতক মস্কো ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্স ইন্সটিউট (এমইপিএইচআই ) থেকে বিএ ডিপ্লোমা অর্জন করে । এ অনুষ্টানটি অবনিস্ক ইন্সটিউট ফর নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ আয়োজিত হয় ।
নিউক্লিয়ার পাওয়ার অফ থার্মোফিজিক্সের স্নাতকগন হলেন ; আমিন আল; আমিন, এমডি তানভিরুল ; বিন আজাদ এমডি আবিদ হাসান, কবির এমডি সাইফ, কেয়া তামান্না ইসলাম;মিস্ত্রী সুজিত কুমার, নেওয়াজ এমডি আসিফ, ওমার সালাউদ্দিন, সাধুখান রমিত কুমার, সিদ্দিকী এম ডি আবু বকর, তারেকুজ্জামান এমডি , উদ্দিন এমডি মিসবাহ, ফাহিম সৈয়দ তাসনিম এমডি জাকির হোসেন, হৃদয় এমডি রেজোয়ানুল কবির, সিখন এমডি ওয়ালিউর রাহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রোসাটমের প্রতিনিধি, অধ্যাপক ও এমইপিএইচআই এর ছাত্রদের পাশাপাশি বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিও উপস্থিত ছিলেন ।
সমাবর্তন শেষে রাষ্ট্রদূত কামরুল হাসান সদ্য স্নাতকদের পেশাগত জীবনের সাফল্য কামনা করে এবং বাংলাদেশের রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনীয়তা বর্ননা করে অভিনন্দনমূলক বক্তব্য উপস্থাপন করেন ।
এই পারমানবিক শক্তি সেক্টরে প্রশিক্ষন বাংলাদেশের তরুন বিশেষজ্ঞদের দেশের অর্থনীতিতে নতুন নতুন উদ্ভাবনী কাজে অনুপ্রানিত হবে । এর মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন, উচ্চ বেতনের কাজ এবং নতুন বিশেষজ্ঞ তৈরী হবে ।
বাংলাদেশের প্রতিনিধি দল স্নাতকদের প্রতি শুভ কামনা ব্যাক্ত করেন এবং ভবিষ্যতে সমর্থন দেয়ার ইচ্ছা ব্যাক্ত করেন । শিক্ষা ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সচিব ড। মনিরুল ইসলাম তিতাস বলেন ত্রুন প্রজন্ম বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন কে বাস্তবায়ন করছে । বাংলাদেশ পারমানবিক শক্তি কমিশনের ডিপার্ট্মেন্ট ডাইরেক্টর ড। সত্যজিত ঘোষ বলেন রোসাটম সার্ভিস , জেএসসি দেশে পর্যাপ্ত পরিমান পারমানবিক অবকাঠামো নিশ্চিতে এবং মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপুর্ন অবদান রেখছে ।
রোসাটম সার্ভিস জেএসসি এর প্রতিনিধি ইউলিয়া চেরনিয়াখোভস্কায়া সংখিপ্ত আকারে পারমানবিক খাতে বিপুল সংখ্যক স্টেকহোল্ডার ও তাদের কর্মীদের কথা উল্লেখ করে স্নাতকদের জন্যে তার দেশে কি ধরনের সুযোগ আছে তা বলেন ,
“পারমানবিক শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে সৃষ্টি হয়েছে এবং তার প্রতিনিয়ত উন্নয়ন হচ্ছে । আজ বাংলাদেশের পারমানবিক প্রোগ্রাম বাস্তবায়নের মুল অংশগ্রহনকারীরা এখানে উপস্থিত আছে , যা ভবিষ্যতে আপনাদের পেশাদারী জীবনে উন্নয়নে সহায়তা করবে” । বকৃতার একদম শেষে ডেপুটি ডিরেক্টর জেনারেল ত্রুন পারমানবিক শিল্পের প্রফেশনালদের উদ্দ্যেশ্যে বলেন “ যারা পরিশ্রমী এবং তাদের মেধা ও প্রজ্ঞার মাধ্যমে বিভিন উদ্দ্যোগ গ্রহন করবেন, তারা সবসময় স্মর্থন পাবেন ।
****
MEPhI holds first graduation ceremony for students from Bangladesh
bd24views desk : Moscow, 26th July 2021–On July 6, 15 Bangladeshi graduates from the Moscow Engineering Physics Institute (MEPhI) received their BA diplomas. The ceremony took place at the Obninsk Institute for Nuclear Power Engineering.
The graduates in field of nuclear power and thermophysics were: Amin Al; Amin MD Tanvirul; Bin Azad Md Abid Hasan; Kabir Md Saif; Keya Tamanna Islam; Mistry Sujit Kumar; Newaz Md Asif; Omar Salauddin; Sadhukhan Ramit Kumar; Siddique MD Abu Bakar; Tarequzzaman Md; Uddin Md Misbah; Fahim Saiyed Tasnim Md; Hossain Zakir; Hridoy Md Rezouanul Kabir and Shikhon Md Waliur Rahman.
Among the guests were representatives of Rosatom, professors and students of MEPhI, as well as representatives of the university from the Bangladeshi side.
After the official graduation ceremony, Ambassador Kamrul Ahsan opened the congratulatory part of the event, wishing young professionals success and noting the high importance of the Rooppur NPP project in the development of Bangladesh.
Training young specialists from Bangladesh in the field of nuclear energy will encourage the creation of innovative sectors in the country’s economy. It is capable of improving the quality of education, creating new highly-paid jobs and the emergence of new specialists.
The PRB delegation expressed many wishes and words of support to the graduates. For instance, Dr. Moinul Islam Titash, Secretary of the Ministry of Education and Technology, has noted that the young people are fulfilling the dream of the founding father of Bangladesh, Sheikh Mujibur Rahman, that was to build a strong developed State. According to Dr. Satyajit Gush, Department Director at the Atomic Energy Regulatory Authority of Bangladesh, Rusatom Service, JSC plays a significant role in helping ensure an adequate level of nuclear infrastructure in the country, including through human resource development.
Yulia Chernyakhovskaya, as a representative of Rusatom Service, JSC, briefly spoke about the opportunities for graduates in her homeland, having mentioned the large number of stakeholders and their staffing needs:
“Nuclear industry organizations and agencies have been created and are actively developing in Bangladesh. Today, we have here the key participants in the Bangladesh nuclear program implementation which will support you in your professional growth.” At the end of her speech, the Deputy Director General offered parting words to young nuclear industry professionals, having reminded that “those who actively work and make professional efforts, investing their talents and knowledge, will always have a support.”
For reference:
About Rosatom
ROSATOM is the only company in the world that has the resources and competencies to offer energy solutions across the nuclear supply chain. It possesses a wide range of assets, including assets in design, construction and operation of nuclear power stations, uranium mining, conversion and enrichment, supply of nuclear fuel, decommissioning, spent fuel storage and transportation and safe nuclear waste disposal. Rosatom is also engaged in the production of equipment and isotope products for the needs of nuclear medicine, scientific research, and materials science, the production of digital and of various nuclear and non-nuclear innovative products. The company’s strategy is to develop low-carbon power generation projects, including in the wind generation field. Today the company brings together over 300 enterprises and organizations and over 250,000 employees.
Rooppur NPP
The Rooppur NPP is a Russian-designed nuclear power plant in the People’s Republic of Bangladesh. The selected site for the construction of the station is located on the east bank of the Padma River, 160 km from the capital of Bangladesh, Dhaka. The Rooppur NPP is planned to be built within the framework of an intergovernmental agreement between Russia and Bangladesh, which was concluded in November 2011. In the fall of 2013, the foundation stone of the future power plant was laid. The plant will consist of two power units with VVER-type reactors, the life cycle of which is 60 years with the possibility of extension for another 20 years.