নীলফামারীতে তাপদাহে মাটি ফেঁটে চৌচির কৃষক হতাশ

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে আমন ধান বপন করেও চড়ম উৎকন্ঠায় কৃষক। ওউদের তাপদাহে হামার জমিনের মাটি ফাটি চৌচির দাদা, চোখের ঘুম হারাম হয়ে গেইছে, ১একর ৬৬ শতাংশ জমিনে আমন ধান নাগাছি। ডিজেল কিনে স্যালো মেশিন দিয়ে পানী দেচ্ছি, আবাদে এইবার মেলা খরচ হয়চে। দোয়ার পানী ছাড়া হামরা কৃষক পোষেবার পামোনা। বিডি২৪ভিউজ কে জানান জেলার গোড়গ্রাম ইউনিয়নের ঢোপাডাঙ্গা গ্রামের জোনাই ইসলামের ছেলে কৃষক ছলেমান ইসলাম। সরজমিনে দেখা যায় এবার জেলায় কৃষক ব্যপক ভাবে জমিনে শ্যালো মেশীনে সেচ দিয়ে আমন চারা রোপন করেছেন। নীলফামারী জেলা উপ- পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিডি আবু বক্কর সিদ্দিক বিডি২৪ভিউজ কে জানান এবারে ১ লক্ষ তের হাজার ৭৫ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে। এ লক্ষ্য মাত্রা অর্জনে অফিসের কর্মকর্তা কর্মচারী যার যে অবস্থান থেকে সঠিক ভাবে দ্বায়িত্ব পালন করে যাচ্ছে।

নীলফামারীফসলের মাঠ ফেঁটে চৌচির
Comments (0)
Add Comment