পাবনা প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে পাবনার ঈশ্বরদী উপজেলার ৭১’র মুক্তিযোদ্ধারা নগদ ১ লাখ টাকা প্রদান করেছেন।
সোমবার দুপুরে পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ’র মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের জন্য নগদ ১ লাখ টাকা হস্তান্তর করেন পাবনার ৭১’র বীর মুক্তিযোদ্ধা এ্যাড: সাইফুল আলম বাবলু ও ঈশ্বরদী উপজেলার ৭১’র বীরমুক্তিযোদ্ধা মো.আবুল বাশার বাদশা। এসময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজুলর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা,
মুক্তিযোদ্ধা আলী জব্বার, জামাল উদ্দিন, বদিউজ্জামান, আইয়ুব হোসেন, শাজাহান, সাইদুল আলম, আব্দুর রহিম, জিয়া উদ্দিন ঠান্টু, আকব্বর আলী, আবুল কালাম, ওমর আলী, আব্দুস সামাদ মন্টু, ইদ্রিস আলী ও আনছার আলীসহ ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ।
পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ করোনাকালে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে আর্থি সহায়তা করায় বীরমুক্তিযোদ্ধাদের ধন্যবাদ জানান।