বিডি২৪ভিউজ ডেস্ক : রাশিয়ান ফেডারেশন পরিদর্শনের অংশ হিসেবে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়, আনবিক শক্তি কমিশন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যাবস্থাপক এবং বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রোসাটমের টেকনিক্যাল একাডেমী পরিদর্শন করেন । বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ইয়াফেস ওসমান এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন । রাশিয়ার পক্ষ থেকে এ কাজে প্রতিনিধিত্ব করেন রোসাটম রাষ্ট্রীয় আনবিক শক্তি কর্পোরেশন ও রোসাটম সার্ভিস জেএসসি এবং টেকনিক্যাল একাডেমীর ব্যাবস্থাপনা বিভাগের এর প্রতিনিধি ।
এই পরিদর্শনের প্রধান উদ্দেশ্য ছিলো বাংলাদেশে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানের চুক্তি অনুযায়ী এ পারমানবিক কেন্দ্রের বিশেষজ্ঞ দের প্রশিক্ষনের বিষয়ে আলোচনা করা । আলোচনায় গত বছরের বৈশ্বিক মহামারীর বিষয়টি গত বছরের সবচেয়ে চ্যালেঞ্জ হিসেবে উঠে আসে । রাশিয়াতে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের জন্যে টীকা নিশ্চিত করা হয়েছে এবং ১৫০০ এর বেশি পিসিআর টেস্ট করা হয়েছে । পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইন্টার্নশিপের সময় তাদের জন্যে বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা করা হয়েছিলো । বর্তমানে বাংলাদেশী কর্মকর্তাদের প্রশিক্ষনের বিষয়টি রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মানের সুচীতে অন্তর্ভুক্ত করা আছে ।
রূপপুর পারমানবিক কেন্দ্র নির্মান প্রকল্পের পরিচালক এবং এএসই জেএসসি এর ভাইস প্রেসিডেন্ট এলেক্সি ডেইরী বলেন “বর্তমানে প্রশিক্ষনার্থীদের রাশিয়া পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালু হয়েছে । এতে করে এখন তাদের প্রশিক্ষনের সম্পুর্ন সময়ে রাশিয়াতে অবস্থান করার ভিসা প্রদান করা হবে । এছাড়াও পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রকল্পের কার্যতালিকা অনু্যায়ী আমাদের ট্রেনিংয়ের গ্রুপ পাঠাতে হচ্ছে । আমরা এখন সমন্বয়ের কাজ করার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি । এই মুহূর্তে ইপিসি চুক্তি অনুসারে কর্মকর্তাদের প্রশিক্ষনের জন্যে একটি উন্নত সময়সূচী করা গুরুত্বপুর্ন” ।
বৈঠকে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্যে প্রশিক্ষন এবং পদ্ধতিকরণ উপকরন ; ডকুমেন্টেশন, কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষন ব্যাবস্থা , পোস্টার ও জটিন তথ্য ব্যাবস্থা বিশেষ মনোযোগ দেয়া হয় যা প্রশিক্ষনের সময়মত শুরু করাকে নিশ্চিত করবে ।
পরিদর্শনকালে প্রতিনিধিদল বাংলাদেশের প্রশিক্ষনার্থীদের সাথে কথা বলেন এবং প্রশিক্ষনে ব্যাবহৃত নতুন প্রযুক্তি ; ভিভিইআর ১২০০ পাওয়ার ইউনিট এবং পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রদর্শনের জন্যে একটি ভিজুয়াল প্রোটোটাইপিং থ্রিডি প্রদর্শনীর কমপ্লেক্সের সাথে পরিচিত হন ।
রোসাটম সার্ভিস জেএসসি এর ট্রেনিং প্রজেক্ট ডিপার্ট্মেন্টের পরিচালক ভিভোলোদ ভিটিয়াজেভ বলেন, “ গ্রাহকের কর্মকর্তাদের প্রশিক্ষনের মান বৃদ্ধি করার জন্যে ২০১৮ সালে একটি বড় বিনিয়োগ কর্মসূচী চালু করা হয় ; ক্লাস্রুম মেরামত করা হয়, আইটি ব্যাবস্থা কে যুগোপযোগী করা হয় , প্রশিক্ষনার্থীদের আরামদায়ক বসবাসের জন্যে নভোভোরোনেঝে একটি হোটেল এবং কয়েকটি এপার্ট্মেন্ট কেনা হয় । বিদেশী শিক্ষার্থীদের প্রশিক্ষন দেয়ার জন্যে ১৭০ জন নতুন প্রজন্মের প্রশিক্ষককে প্রস্তুত করা হচ্ছে , তাদের মধ্যে অনেকেই কাজ শুরু করে দিয়েছেন । বছরের শেষ নাগাদ সমস্ত প্রশিক্ষন কেন্দ্র গুলিতে জেএসসি রোসাটম সার্ভিসের হাইটেক কোম্পানী জেইটি নির্মিত(জেএসসি রোসাটম সার্ভিসের সহোযোগী প্রতিষ্ঠান) এনালিটিকাল এবং ফুল স্কেল সিমুলেটর থাকবে” ।
রোসাটম টেকনিকাল একাডেমীর প্রশিক্ষকদের মতে , বাংলাদেশের ছাত্ররা শিক্ষিত, তাদের দেশে এবং দেশের বাইরে থেকে উচ্চশিক্ষা লাভ করা মার্জিত মানসিকতা সম্পন্ন । এরা সুশৃঙ্খল এবং জানে যে নিজেদের জীবনের সাফল্যের জন্যে প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপুর্ন । মিড টার্ম পরীক্ষার ফলাফল অনু্যায়ী , রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বিশেষজ্ঞদের গড় সাফল্য ৯৫.৫% ।
টেকনিকাল একাডেমীর প্রথম্ম ভাইস রেক্টর ভ্লাদিমির আস্পিসভ বৈঠক শেষে বলেন “বাংলাদেশের প্রথম গ্রুপের রোসাটমের এই টেকনিকাল একাডেমীতে আসার ঠিক তিন বছর অতিবাহিত হয়েছে । এই পুরো সময়ে বাংলাদেশের ব্যাবস্থাপকরা একাডেমীকে মনোযোগ সহকারে পর্যবেক্ষন করছে । এটি প্রশিক্ষনের সময়ে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের জন্যে অত্যন্ত গুরুত্বপুর্ন । আমরা সব সময় গ্রাহকের সমস্ত মন্তব্য এবং পরামর্শ বিবেচনায় নেই, এবং নেতাদের কাছ থেকে পাওয়া অনুপ্রেরনা প্রশিক্ষনার্থীদের তাদের পড়াশোনা ও জ্ঞান অর্জনে উতসাহ যোগায় “।
বৈঠক শেষে প্রতিনিধিগন রোসাটমের টেকনিকাল একাডেমীর প্রশিক্ষনের মানের ব্যাপারে এবং আগের পরিদর্শনের সময়ে গৃহীত যৌথ সিদ্ধান্ত বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন ,এছাড়াও ভবিষ্যতে আরো সহায়তা প্রদানের ক্ষেত্রে আশাবাদ ব্যাক্ত করেন ।
ইয়াফেস ওসমান বলেন “রাশিয়ার পরিকল্পনায় বাংলাদেশে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান আমাদের জন্যে বিশেষ গর্বের বিষয় । পারমানবিক প্রযুক্তি নতুন প্রজন্মের কাছে হস্তান্তর করা অত্যন্ত গুরুত্বপূর্ন । টেকনিকাল একাডেমীর অনেক প্রশিক্ষক পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে তাদের কর্মজীবন শুরু করেছে এবং তারা প্রযুক্তি টি সম্পর্কে সম্মক ধারনা রাখে । তাত্বিক ও ব্যাবহারিক জ্ঞান ও দক্ষতার সমন্বয় এই ধরনের জটিল প্রযুক্তি আয়ত্বে আনার জন্যে সহায়ক” ।
High-ranking delegation from People’s Republic Bangladesh visited Rosatom Technical Academy
Moscow, 07 August 2021–As part of the visit to the Russian Federation of a high-ranking delegation from Bangladesh, including representatives of the Ministry of Science and Technology, members of the Bangladesh Atomic Energy Commission (BAEC), managers of the Rooppur NPP and representatives of the Bangladesh Embassy, visited Rosatom Technical Academy. The delegation was led by Minister of Science and Technology Yafesh Osman. On the Russian side, the guests were represented by representatives of the engineering division of the ROSATOM State Atomic Energy Corporation, Rusatom Service JSC and the management of the Rosatom Technical Academy.
The main purpose of the visit was to discuss the training of specialists from the Rooppur NPP which is currently being provided by Rosatom Technical Academy under the General Contract for the construction of a nuclear power plant in Bangladesh. It was highlighted that the key challenge of the past year was the epidemiological situation in the world. Vaccinations were organized for Bangladeshi students in Russia, more than 1,500 PCR tests were carried out. Additional safety measures have been introduced during internships at nuclear power plants. Currently, the training process for Bangladeshi personnel is in line with the Rooppur NPP construction schedule.
“To date, the process of sending trainees to Russia has been well-established. They are provided with visas for the entire period of their stay in Russia,” explained Aleksey Deriy, Vice President – Director of the Rooppur NPP Construction Project of ASE JSC. – In addition, the recruitment of groups for sending to training is carried out taking into account the NPP construction schedule. We are now moving on to the adjustment works phase. At the moment, it is important to develop an advanced schedule for training of personnel in accordance with the concept laid down in the EPC contract. Our task is to train personnel as qualitatively and quickly as possible.”
During the meeting, special attention was paid to the preparation of training and methodological materials for the Rooppur NPP Training Center – the development of documentation, computer-based training systems, posters, complex information systems that will ensure the timely commencement of training at the training center.
During the meeting, special attention was paid to the preparation of training and methodological materials for the Rooppur NPP Training Center – the development of documentation, computer-based training systems, posters, complex information systems that will ensure the timely commencement of training at the training center. During the visit, the guests also had a conversation with the Bangladeshi trainees and got acquainted with new technical training facilities: an analytical simulator for a VVER-1200 power unit and a visual prototyping complex for a 3D demonstration of the NPP buildings.
According to Vsevolod Vityazev, Director of the Training Projects Department of Rusatom Service JSC, in order to increase the quality of customer personnel training a large investment programme was launched in 2018 in Rosatom Technical Academy: classrooms were repaired, IT infrastructure was updated, a hotel and apartments in Novovoronezh were purchased for comfortable accommodation of the trainees. To train foreign students 170 new generation instructors are being prepared, many of whom have already started their work. By the end of the year, all training centers of the Academy will be equipped with analytical and full-scale simulators manufactured by the high-tech company JET – affiliated company of JSC Rusatom Service.
According to the instructors of the Rosatom Technical Academy, students from Bangladesh are literate, mature people who have received high-quality higher education in the best universities in their country and abroad. They are disciplined and understand that preparation for the position is the key to their successful future life. Based on the results of midterm examinations, average performance of specialists from Rooppur NPP is 95.5%.
“Exactly three years have passed since the first group from Bangladesh began training at the Rosatom Technical Academy. All this time, the management from Bangladeshi side has monitoring this process with great attention. This is very important for the correct and effective progress of the NPP personnel training project. For our part, we try to take into account all the comments and suggestions of the customer, and for the trainees the inspiration from their leaders are a special incentive to gain knowledge and diligence in their studies, First Vice-Rector of the Technical Academy Vladimir Aspidov said at the end of the meeting.
Concluding the meeting the representatives of the delegation marked the high quality of the foreign NPP personnel training provided within the walls of the Rosatom Technical Academy, and expressed satisfaction with the implementation of joint decisions taken following the results of previous visits, and their readiness for further cooperation.
“Construction of a nuclear power plant in Bangladesh according to the Russian project is a special pride for us. It is important to transfer the nuclear knowledge to new generation. Many trainers of the Technical Academy started their career at nuclear power plants and are familiar with the technological processes. A combination of theoretical and practical knowledge and skills is helpful in successful mastering the most complex technologies”, – Yafesh Osman said.
****
For reference:
The Rooppur NPP site is located on the eastern bank of the Ganges River in the Pabna district at a distance of about 160 km northwest of the city of Dhaka, the capital of the Republic of Bangladesh. The facility is designed and constructed by the Engineering Division of the ROSATOM State Corporation. The nuclear power plant will consist of two VVER-1200 reactor power units, their the life cycle is expected to be 60 years with the possible extending of the service life for another 20 years. The Russian design with VVER-1200 reactors successfully implemented at Novovoronezh NPP- 2 was selected for the first NPP in Bangladesh. This is an evolutionary GenIII+ design which fully complies with all international safety requirements. Under the contract, ROSATOM is to train about 1,400 specialists from the Rooppur NPP. Currently, 118 Bangladeshi nuclear specialists are gaining knowledge at the Rosatom Technical Academy. Theoretical basic courses and some of the special courses are provided at the Technical Academy site in Obninsk. special courses – at the Novovoronezh branch of the Academy, practical training and internship – at the Novovoronezh NPP. The final stage of the training programme will be implemented at the nuclear power plant site that is under construction in Bangladesh.
About Rosatom :
ROSATOM is the only company in the world that has the resources and competencies to offer energy solutions across the nuclear supply chain. It possesses a wide range of assets, including assets in design, construction and operation of nuclear power stations, uranium mining, conversion and enrichment, supply of nuclear fuel, decommissioning, spent fuel storage and transportation and safe nuclear waste disposal. Rosatom is also engaged in the production of equipment and isotope products for the needs of nuclear medicine, scientific research, and materials science, the production of digital and of various nuclear and non-nuclear innovative products. The company’s strategy is to develop low-carbon power generation projects, including in the wind generation field. Today the company brings together over 300 enterprises and organizations and over 250,000 employees.