পাবনা প্রতিনিধি : পাবনা প্রেসক্লাব সম্পাদক সাংবাদিক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে সাবেক সাংসদের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে পাবনা প্রেসক্লাবসহ কর্মরত গণমাধ্যমকর্মিরা মৌন মিছিল করেছে। পরে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী বরাবর মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের নিকট স্মারক লিপি পেশ করেন।
পাবনা প্রেসক্লাবের ৭২ ঘন্টার কর্মসূচীর দ্বিতীয় দিন রোববার দুপুর ১ টায় পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের নেতৃত্বে অর্ধশতাধিক গণমাধ্যমকর্মিকে নিয়ে একটি মৌন মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন স্মারকলিপিটি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদ, সহসভাপতি শহীদুর রহমান শহীদ, অর্থ সম্পাদক সুশীল তরফদার, সহসম্পাদক তপু আহমেদ, কল্যাণ সম্পাদক সরোয়ার উল্লাস, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, সাহিত্য সম্পাদক পাভেল মৃধা, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা রিপোর্টার্স ইউনিটির সম্পাদক কাজী বাবলা প্রমুখ।
প্রসঙ্গত, গত ৮ মার্চ জেলার বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে সাবেক এমপি, জেলা আওয়ামীলীগের সহসভাপতি খন্দকার আজিজুল হক আরজুর ভাতিজা পরিচয় দেয়া এক ব্যক্তির বাড়িতে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়ার কথা জানান পুলিশ। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে ক্ষুব্ধ হয়ে তিনি ঢাকার সাইবার আদালতে এই মামলাটি দায়ের করেন।