ভারত-বাংলাদেশ সম্প্রীতি পরিষদ-পশ্চিমবঙ্গের কলকাতার চেয়ারপার্সন শ্রী সোমেন নাথ মিত্রের মৃত্যুতে শোকজ্ঞাপন ।

‘শোকবাণী’
বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ এর অকৃত্রিম বন্ধু;ভারত-বাংলাদেশ সম্প্রীতি পরিষদ-পশ্চিমবঙ্গের কলকাতার সম্মানীয় চেয়ারপার্সন শ্রী সোমেন নাথ মিত্র হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার সিটি হসপিটালে মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।তিনি অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন।তিনি পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন এবং ২০০৯ সালে ডায়মন্ড হারবার নির্বাচনী এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ১৫তম লোকসভার নির্বাচিত সদস্য ছিলেন ।

তিনি ১৯৭২-২০০৬ সাল পর্যন্ত বিধানসভার সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে উভয় দেশের ক্ষতি অপূরণীয়।তাঁর বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন জানিয়েছেন বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ,কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা এড.এম.এ.বারী এবং মেজর(অব.)শেখ দলিল উদ্দিন, কমরউদ্দিন আহমদ,মো: দেলোয়ার হোসেন খান রাজিব,রেখা রাণী গুণ,জোহরা পারভীন জয়া,ও বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের পাবনা জেলা কমিটির সাধারন সম্পাদক প্রবীর সাহা ।

বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদভারত-বাংলাদেশ সম্প্রীতি পরিষদ পশ্চিমবঙ্গ
Comments (0)
Add Comment