অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে অজিদের তুলোধুনা, টাইগারদের প্রশংসা

বিডি২৪ভিউজ ডেস্ক : পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চারটিতেই অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে স্বাগতিক বাংলাদেশ। শেষ ম্যাচে তো অজিদের টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবিয়েছে টাইগাররা। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো একদিকে তাদের বোর্ড ও ক্রিকেটারদের সমালোচনায় মেতেছে, অন্যদিকে টাইগারদের প্রশংসা করেছে।

দৈনিক সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, ‘বাংলাদেশের বিপক্ষে চরম পরাজয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অস্ট্রেলিয়ার প্রস্তুতিই প্রশ্নের মুখোমুখি। লো স্কোরিং সিরিজে একের পর এক পরাজয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ প্রমাণ করছে তাদের প্রস্তুতি খুব দুর্বল।’

পত্রিকাটি আরও লিখেছে, ‘এই জয়ে দীর্ঘদিন বাংলাদেশের শ্রেষ্ঠত্ব দেখাবে। ঘূর্ণি বলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার অদক্ষতা তুলে ধরবে।’

এবিসি নিউজের শিরোনাম ছিল ‘ঢাকায় বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্রিকেট দলের সর্বনিম্ন স্কোর’।

এবিসি লিখেছে, ‘অস্ট্রেলিয়া টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন স্কোর নিয়ে পরাজিত হয়েছে। বাংলাদেশের কাছে এমন পতন প্রমাণ করে এটি ছিল তাদের আরেকটি ভরাডুবির সফর। অস্ট্রেলিয়ান ক্রিকেটপ্রেমীদের জন্য আজকের (সোমবার) রাতটা একেবারেই ভালো ছিল না।’

টাইগারদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৪-১ এ সিরিজ পরাজয় ও শেষ ম্যাচে সর্বনিম্ন রানের রেকর্ডকে ‘কুৎসিত নিদর্শন’ হিসেবে উল্লেখ করেছে নিউজ ডট কম। পত্রিকাটি লিখেছে, ‘অজিদের কাছে বাংলাদেশ সফর হুমকি বলে মনে হয়েছিল। তাই তারা ঢাকা সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারা আশঙ্কা করেছিল, প্রতিপক্ষ ভালো করলে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জায়গা হারানোর শঙ্কা তৈরি হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ শেষ প্রস্তুতি সিরিজ অজিদের জন্য একটি কুৎসিত নিদর্শন।’

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্রিকেটঅস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে অজিদের তুলোধুনাবাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট
Comments (0)
Add Comment