ঢাকার চারদিকে হবে এলিভেটেড সার্কুলার রোড : প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : রাজধানী ঢাকার চারদিকে এলিভেটেড সার্কুলার রোড তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘যেহেতু জায়গার স্বল্পতা রয়েছে, সেহেতু এলিভেটেড (উড়াল) হলে ভালো।’

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে নির্দেশনার বিষয়গুলো জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

একনেকে আজ প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার আট প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে সকাল ১০টায় বৈঠক শুরু হয় একনেকের বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বৈঠকে যুক্ত হন।

ঢাকার চারদিকে হবে এলিভেটেড সার্কুলার রোড : প্রধানমন্ত্রী
Comments (0)
Add Comment