পাবনা প্রতিনিধি : দেশবরেণ্য শিল্পোদ্যোক্তা স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্মদিন উপলক্ষে তাঁর নামেসহ পাবনার সুজানগর উপজেলা পরিষদের উদ্যোগে দুটি সড়কের নামকরণের উদ্বোধন করেন কোয়াবের সভাপতি, স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।
শনিবার বেলা ১০ টায় সুজানগর পৌর এলাকার প্রধান সড়ক ‘স্যামসন এইচ চৌধুরী’ ও উপজেলা সড়ক ‘শহীদ মোস্তফা কামাল দুলাল’ পৃথক দুটি সড়কের নামকরণের উদ্বোধন করেন। এরপর তিনি সুজানগর উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা ও অসহায়, দুস্থ এবং কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
পরে সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।
এ সময় অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যারা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করেছিলেন। এখন কিন্তু চাইলেও পাবেন না। তাই বীর মুক্তিযোদ্ধাদের বয়স বেড়েছে, কিন্ত মনোবল অটুট আছে। আপনারা যে কোন সংকটময় পরিস্থতি মোকাবেলা করতে সক্ষম।
তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে আওয়ামী লীগের শত্রু কিন্ত আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে আছে। সামনে দুর্সময় আসছে। সংকট মোকাবেলা করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল বিদ্বেষ, দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে যে কোন সংকট বা দুর্সময় নিরসন করতে প্রস্তুতি নিতে হবে।
সুজানগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড. বেলায়েত আলী বিল্লু, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা , পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি , পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু প্রমুখ বক্তব্য দেন।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এসএম শামছুল আলম, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান উজ্জল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদৎ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।