বিসিকের ওএসএসে পরিবেশ অধিদপ্তরের ২৪ সেবা

বিডি২৪ভিউজ ডেস্ক : পরিবেশ অধিদপ্তরের ২৪টি সেবা এখন মিলবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) ওয়ানস্টপ সার্ভিসে (ওএসএস)। এ লক্ষ্যে বিসিক ও পরিবেশ অধিদপ্তরের মধ্যে গতকাল সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

বিসিক সম্মেলন কক্ষে এমওইউ স্বাক্ষর করেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন বিসিক পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ, পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) নেপাল চন্দ্র কর্মকার, বিসিক সচিব মো. মফিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (পরিবেশগত ছাড়পত্র) মাসুদ ইকবাল মো. শামীম, পরিচালক (আইটি) ফরিদ আহমেদসহ বিসিক ও বিজনেস অটোমোশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিসিকের ওএসএসে পরিবেশ অধিদপ্তরের ২৪ সেবা
Comments (0)
Add Comment