বিডি২৪ভিউজ ডেস্ক : স্বাস্থ্যবিধি মেনে রাজশাহীতে ৪৩ তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগরীর এবার ৪৪টি কেন্দ্র ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা শুরু হয়। সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত চলে এ পরীক্ষা।
এ পরীক্ষায় ৪০ হাজার ০৬৫ জন পরীক্ষার্থী। পিএসসির অধীনে এতে অংশ গ্রহন করছেন। পরীক্ষা সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত করতে ৩৩ জন ম্যাজিস্ট্রেট এ পরীক্ষা অনুষ্ঠিত এলাকা পরিদর্শন করছেন। এছাড়া ৪৪ জন ট্যাগ অফিসার থাকবেন। পরীক্ষা সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রতিটি কেন্দ্র। রাজশাহী কলজে ২৭১৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।