ঢাকাপ্রকাশ-এর লোগো উন্মোচন

নিজস্ব প্রতিনিধি : ‘সততাই শক্তি, সুসাংবাদিকতায় মুক্তি’- এ স্লোগানকে হৃদয়ে ধারণ করে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে দ্বিভাষিক অনলাইন পত্রিকা ‘ঢাকাপ্রকাশ’। আনুষ্ঠানিক প্রকাশের আগে উন্মোচন করা হলো ঢাকাপ্রকাশ-এর লোগো। অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে সোমবার বিকালে হোটেল লা ভিঞ্চির মোনালিসা হলে যৌথভাবে লোগো উন্মোচন করেন পাঁচটি প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন পত্রিকার পাঁচ সম্পাদক। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্য দিয়ে উন্মোচন করা হয় ঢাকাপ্রকাশ-এর লোগো। পরে কেক কেটে তা উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা, ডিবিসি লিমিটেডের চেয়ারম্যান ও দ্য ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, পাক্ষিক অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম এবং ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক মোস্তফা কামাল।

ঢাকাপ্রকাশ-এর লোগো উন্মোচন
Comments (0)
Add Comment