সব সিটিতে হাফ ভাড়া ১১ ডিসেম্বর থেকে কার্যকর

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী ১১ ডিসেম্বর শনিবার থেকে চট্টগ্রামসহ দেশের সব মহানগরে কার্যকর হচ্ছে শিক্ষার্থীদের হাফ ভাড়া। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। সংবাদ সম্মেলনে এনায়েত উল্লাহ বলেন, আগামী শনিবার থেকে চট্টগ্রামসহ দেশের সব মহানগরীতে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর হবে। হাফ ভাড়া কার্যকরের সময় হবে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। শিক্ষার্থীর ইউনিফরম ও ছবিযুক্ত আইডি কার্ড দেখাতে হবে। সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, শিক্ষা প্রতিষ্ঠানের মৌসুমি ছুটিতে হাফ ভাড়া কার্যকর হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি কফিল উদ্দিন আহামদ, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি-ঢাকার যুগ্ম-সম্পাদক নিয়াজ মোর্শেদ এলিট, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল বাবুল, মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, মৃণাল চৌধুরী প্রমুখ।

সব সিটিতে হাফ ভাড়া ১১ ডিসেম্বর থেকে কার্যকর
Comments (0)
Add Comment