মেহেদী হাসান আকন্দ: নেত্রকোণা সরকারি শিশু পরিবারে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্ভোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
বুধবার বেলা ১২টায় নেত্রকোণা সরকারি শিশু পরিবার (বালক)এ ১৯ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত ক্রীড়া মঞ্চ, পুকুরে সিসি ব্লক ও শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন শেষে জেলা প্রশাসক কাজী মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচাল মোঃ আলাল উদ্দিন, নেত্রকোণা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ শাকের আহমেদ, রৌহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুর রশিদ, রৌহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুখলেছুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগ প্রচার সম্পাদক আজারুল ইসলাম মাসুদ, রৌহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুন্নাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল অনগ্রসর জনগোষ্টীর জীবন মান উন্নত করতে সরকার কাজ করছে। এ লক্ষেই সারাদেশে ৮৫টি সরকারি শিশু পরিবারে এতিমদের সরকারি খরচে লালন-পালন ও উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তোলার সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। ৮৫টি সরকারি শিশু পরিবারের মধ্যে মডেল শিশু পরিবারের স্বীকৃতি পেয়েছে নেত্রকোণা সরকারি শিশু পরিবার। শিশু পরিবারে সকল নিবাসীদের শীতবস্ত্র কিনে দেয়ার জন্য ৩লক্ষ টাকা অনুদান হিসাবে প্রদান করেন। এছাড়াও শিশু পরিবারটির আধুনিকায়নে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।