পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশ্লীল- কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় বিএনপি’র যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে এবং বিভিন্ন সময়ে ছাত্রশিবির -ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলায় নিহত ছাত্রলীগের ৮ নেতাকর্মী হত্যার রায় দ্রুত ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি ক্যাম্পাসের সামনে হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে মেইন গেটে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় পথ সমাবেশ। পথসমাবেশে বক্তব্য দেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত ) ফিরোজ আলী, সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, অবিলম্বে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার না করলে পাবনা জেলা ছাত্রলীগ কঠোর আন্দোলনে নামবে। সেই সাথে ছাত্রলীগের ৮ নেতাকর্মী হত্যার বিচারের রায় দ্রুত কার্যকরী করার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সহ সভাপতি সোহেল বিশ্বাস, তপু রায়হান, কাওছার হোসেন,শেজান রেজা কাজল ,যুগ্মসাধারণ সম্পাদক আসাদুর রহমান চঞ্চল, আফজাল হোসেন অনিক, শাকিল আহমেদ, সজল পারভেজ, অনিক আহ্মেদ, সাংগঠনিক সম্পাদক শাইদুজ্জামান শজিব,রকিব বিশ্বাস, সামিউল ইসলাম নিয়ন, আব্দুর রব বাপ্পি, তুষার বিশ্বাস, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, উপ-প্রচার সম্পাদক হৃদয় হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ, উপ ধর্ম বিষয়ক সম্পাদক অনিক সাহা,বিজ্ঞান বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ দোলন, সহ-সম্পাদক মিরাজুল ইসলাম সাজু, সদস্য ইমরান হোসেন, ইনামুল হক সৈকত, নাসিম সৈকত, খন্দকার ইউসুফ আলী রাসেল, মাহিয়ান সায়েখ সম্রাট, মুস্তাকিম মুহিত, পলিটেকনিক শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাকিল মিয়া শান্ত, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংগঠনিক সম্পাদক রাবা,টেক্সটাইল শাখা ছাত্রলীগ ,বুলবুল কলেজ শাখা ছাত্রলীগ, এসএম হল শাখা ছাত্রলীগ, কামাল উদ্দিন হল, শাখা ছাত্রলীগ, গোপালচন্দ্র লাহিড়ী হল শাখা ছাত্রলীগ সহ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।