বিডি২৪ভিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন খাল থেকে এ বছর ৭৯ হাজার মেট্রিক টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
সোমবার করপোরেশনের এক অনুষ্ঠানে তিনি জানান, বিপুল বর্জ্য অপসারণের কারণে খালগুলোয় পানির প্রবাহ বেড়েছে। এ বছর বর্ষায় এ কারণেই জলাবদ্ধতা কম হয়েছে। তিনি বলেন, নভেম্বর পর্যন্ত ১১ মাসে খালগুলো থেকে প্রায় ৬৯ হাজার ২৩৮ মেট্রিক টন ভাসমান বর্জ্য এবং খালে ডুবে থাকা প্রায় ১০ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। উত্তর সিটি করপোরেশনের ১৯ খাল ও তিন ঝিল থেকে এসব বর্জ্য তুলে ফেলা হয় বলে অনুষ্ঠানে জানানো হয়।
মেয়র আতিক বলেন, জনগণের সহায়তায় খাল উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। কিছু দিনের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় খালগুলোর সীমানা নির্ধারণ করা হবে। ঢাকার অধিকাংশ ভবনে কার্যকর পয়ঃবর্জ্যের ট্যাংক ও সোক ওয়েল (পয়ঃবর্জ্যের পানি পরিশোধনে ব্যবহূত হয়) না থাকার কারণে অপরিশোধিত পয়ঃবজ্য সরাসরি
ড্রেন কিংবা খালে পড়ছে। “এ কারণে জলাশয়ের পানিসহ পরিবেশ দূষিত হচ্ছে। তাই রাজধানীর বাসাবাড়িগুলোয় আধুনিক পয়ঃবজ্য ট্যাংক ও সোক ওয়েল স্থাপন করে পরিশোধন ব্যবস্থা সচল রাখতে হবে।” খাল থেকে অপসারণ করা এসব বর্জ্য আমিনবাজার ময়লার স্তুপে নিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি।