পাবনায় ৩ বীর মুক্তিযোদ্ধার নামে পৌর এলাকার ৩ টি সড়কের নামকরন উদ্বোধন

পাবনা প্রতিনিধি: পাবনার সাবেক জেলা প্রশাসক মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল কাদেরসহ ৩ জন মুক্তিযোদ্ধার নামে ৩টি সড়কের নামকরন করেছে পাবনা পৌরসভা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহরের চাঁদমারী মোড় হতে চাঁদাখার বাশতলা মোড় পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা নুরুল কাদের সড়কের উদ্বোধন করেন তাঁর সহধর্মীনী রোকেয়া কাদের। লাইবে্িরর বাজার ট্রাফিক মোড় হতে পোষ্ট অফিস পর্যন্ত মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বাদশা সড়কের উদ্বোধন করেন তাঁর আত্মীয় সাংবাদিক আব্দুল মতীন খান। এছাড়া পুরাতন বাসষ্ট্যান্ড হতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা শিরীন বানু মিতিল সড়কের উদ্বোধন করেন তাঁর ভাই বীর মুক্তিযোদ্ধা জাহিদ হাসান জিন্দান।

এ সময় স্কয়ার গ্রুপের পরিচালক ও অ্যাটকো সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম,পিএিম, মুক্তিযোদ্ধা শিরিণ বানু মিতিলের ছোট ভাই পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন, পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারোফ হোসেন, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব,জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি,জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু জানান, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবাদানের স্বীকৃতি স্বরুপ জাতির শ্রেষ্ঠ সন্তান ৩ মুক্তিযোদ্ধার নামে এ সব সড়কের নামকরন করা হয়েছে। এ বছর আরো ৮ মুক্তিযোদ্ধার নামে ৮টি সড়কের নামকরণ করা হয়।

আপডেট নিউজ পাবনাপাবনাপাবনায় ৩ বীর মুক্তিযোদ্ধার নামে পৌর এলাকার ৩ টি সড়কের নামকরন উদ্বোধনবীর মুক্তিযোদ্ধার নামে পৌর এলাকার ৩ টি সড়কের নামকরন উদ্বোধন
Comments (0)
Add Comment