প্রথম ডোজ টিকা পেয়েছে ৩৪ লাখ স্কুল শিক্ষার্থী

বিডি২৪ভিউজ ডেস্ক : সারাদেশে বুধবার (২৯ ডিসেম্বর) ১৪ লাখ ৬ হাজার ২৩০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩৪ লাখ ৩ হাজার ৬৯ স্কুল শিক্ষার্থী করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৬৪০ জন।

গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

বুধবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। বুধবার সবমিলিয়ে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ৬০ হাজার ১৬৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭ লাখ ৪৬ হাজার ৬৭ জনকে। আর এর মধ্যে ২ লাখ ১ হাজার ৮১০ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ১১ হাজার ৯৪৯ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ কোটি ৩১ লাখ ৩ হাজার ৮৯৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ১১ লাখ ১৮ হাজার ১১৯ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।

প্রথম ডোজ টিকা পেয়েছে ৩৪ লাখ স্কুল শিক্ষার্থী
Comments (0)
Add Comment