বিডি২৪ভিউজ ডেস্ক : গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, অনেক মানুষ বাহবা দেয়। কিন্তু বাস্তবতা হলো ভিন্ন চিত্র। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা যখন কোনো প্রোগ্রাম দিই তখন লাখ লাখ কেন হাজার হাজার মানুষও আমরা পাই না। সুতরাং আমাদের জায়গা থেকে বাস্তবতা উপলদ্ধি করে কর্মসূচি নিতে হয়।
জাতীয় প্রেসক্লাবে বুধবার এনডিপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। নুরুল হক বলেন, মন্তব্য, বিবৃতি, প্রেস রিলিজ অনেক হয়েছে। এখন রাস্তায় নামতে হবে। কোনো একটা দলের দিকে চেয়ে থাকলে হবে না। বিএনপি বড় দল, আন্দোলন–সংগ্রামে আমরাও ফিল করি, তাদের মতো সংগঠিত ফোর্স আমাদের দরকার আছে। কিন্তু বিএনপি যদি একা পারত, তাহলে ১২ বছরে পারত। বিএনপির দিকে বল ছেড়ে না দিয়ে আপনারাও একটু নাড়াচাড়া করেন। দেখেন, কে কোন দিকে নিয়ে যেতে পারেন। গোল আমরাও দিয়ে দিতে পারি। গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, সরকার পতনের আন্দোলনে আমরা যদি মাঠে খেলা জমাতে পারি তাহলে বিএনপি এমনিতেই চলে আসবে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সভাপতিত্ব করেন এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহের। এসময় আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবীব লিংকন ও দলটির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান প্রমুখ।