বাংলাদেশসহ ৮ দেশ থেকে গৃহকর্মী নেবে সৌদি আরব

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশসহ এশিয়া এবং ইউরোপের ৮টি দেশ থেকে শিগগিরই গৃহকর্মী নিয়োগ শুরু করতে যাচ্ছে সৌদি আরব। গালফ নিউজের খবরের বরাত সৌদি আরবের অর্থনৈতিক সংবাদপত্র আল ইকতিসাদিয়াহকে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নতুন ৮ দেশ থেকে গৃহকর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।

যেসব দেশ থেকে সৌদি আরবে গৃহকর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে সেগুলো হলো: সেসব দেশ হলো ফিলিপাইন, নাইজার , ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মৌরিতানিয়া, উগান্ডা, ইরিত্রিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, উজবেকিস্তান, কম্বোডিয়া, কেনিয়া এবং মালি।

সৌদি আরবের শ্রম কর্তৃপক্ষ দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে। এসব ক্ষেত্রে দেশটিতে অধিকার এবং দায়িত্ব সম্পর্কে কর্মীদের অবগত করা, ভিসা ইস্যু, নিয়োগের অনুরোধ এবং নিয়োগকর্তা ও কর্মীদের চুক্তি-ভিত্তিক সংক্রান্ত সেবার বিষয়ে কাজ করছে।

বাংলাদেশসহ ৮ দেশ থেকে গৃহকর্মী নেবে সৌদি আরব
Comments (0)
Add Comment