সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : আইনশৃংঙ্খলা বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে,কোন অপ্রিতি ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হলো নীলফামারীর দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন।৭ ই ফেব্রুয়ারী সোমবার ইটাখোলা ও কুন্দপুকুর দুই ইউনিয়নে সপ্তম ধাপের ইউপি পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইটাখোলা ইউনিয়নে আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী হেদায়েত আলী শাহ ফকির ৯০৬৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাহার নিকটতম প্রতিদন্দি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নৌকা প্রতিকের মোঃ হাফিজুর রশিদ প্রামানিক (মঞ্জু)। তার প্রাপ্ত ভোট ৬২৯৩, মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৩৭২।
নয় ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ১৮ হাজার ৯ শত ৬০ জন, বাতিল হয়, ৪৫৮ টি।অপর দিকে কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা আওয়ামীলীগের সাংগঠিক সম্পাদক আবুল কালাম আজাদ নৌকা প্রতিক নিয়ে ৭১২৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাহার নিকটতম স্বতন্ত্র প্রতিদন্দি প্রার্থী চশমা প্রতিকে মোঃ গোলাম মোস্তফা ৫০৯৬ ভোট পেয়েছেন । ৯ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৯২২জন, নয় ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন১৯ হাজার নয়শত ৫৩ জন। বাতিল হয় ৪ শত ২৩ টি। উল্লেখ্য দীর্ঘ ১২ বছর পর এই দুই ইউনিয়নে ৭ ফেব্রুয়ারী ভোট অনুষ্ঠিত হল। নির্বাচন শুষ্ঠ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় এলাকাবাসী প্রশাসনকে ধন্যবাদ জানান।