হাজীগঞ্জ শ্যামলী গুচ্ছ গ্রামে যুবসমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন, শ্যামলী গুচ্ছ গ্রামে যুবসমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুনন্নবী(দঃ) উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।গত মঙ্গলবার গুচ্ছ গ্রামের বাইতুল ফালাহ্ জামে মসজিদ মাঠে বাদ আছর হতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পাওয়ার সেলের মহা-পরিচালক, চাঁদপুর জেলা আওয়ামী লীগ এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ,আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।

মোঃ তারেকুল ইসলাম সাহেবের সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা মোঃ আরিফুল ইসলামের পরিচালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বিশিষ্ট আলেমেদ্বীন হজরত মাওঃ শেখসাদী আব্দুল্লাহ সাদকপুরী পীর সাহেব।

বিশেষ অতিথি ছিলেন ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব কাজী নুরুর রহমান বেলাল, মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি জনাব মুনছুর আহমেদ বিপ্লব, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ ফিরোজ আহম্মেদ হীরা, কনা ঝিক্জক ব্রিকস এর প্রতিষ্ঠাতা জনাব মোঃ মহিন উদ্দিন মাঈনু।

এছাড়া ও উক্ত মাহফিলে ওয়াজ করেন কাকৈরতলা আলিম মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল মমিন ফারুকী সাহেব, আল্লামা মুফতি মোহাম্মদ গোলাম মাওলা, হযরত মাওলানা শায়ের মোঃ এমদাদ হোসেন আল-আবেদী। অতিথি হিসেবে ছিলেন সাবেক ছাত্রনেতা মাহবুব চৌধুরী, হোসেন মীর, নেছার পাটওয়ারী, আব্দুর রাজ্জাক, মামুন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ইউপি সদস্য আক্তার, ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আঃ মমিন, ওয়ার্ড আওয়ামী লীগ এর সাঃ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,
৭নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জাকির হোসেন ফরিদ, সাধারণ সম্পাদক, মোঃফিরোজ মিয়াজী সহ সমাজের মান্যবর ব্যক্তিবর্গ।

হাজীগঞ্জ শ্যামলী গুচ্ছ গ্রামে যুবসমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন
Comments (0)
Add Comment