শিক্ষার আলোয় এগিয়ে যাবে পার্বত্য বান্দরবানের ছেলে মেয়েরা- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: শিক্ষার আলোয় এগিয়ে যাবে পার্বত্য বান্দরবানের ছেলেমেয়েরা । পার্বত্য অঞ্চলের ছেলেমেয়েদের পড়ালেখার অগ্রগতি সাধনে কাজ করে যাচ্ছে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। আর তারই ধারাবাহিকতায় আজ সকালে বান্দরবান সরকারি কলেজে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ১৩২ শয্যা বিশিষ্ট পাঁচতলা ছাত্রীনিবাসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনকালে ছেলেমেয়েদের বলেন তোমরা মন দিয়ে পড়াশুনা করো । আমার পার্বত্য অঞ্চলে কোন ছেলেমেয়ে আর অশিক্ষিত থাকবে না, শিক্ষার আলো এগিয়ে যাবে তোমরা। আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বান্দরবানে পাঁচতলা বিশিষ্ট এ ছাত্রীনিবাসের নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও কলেজ শিক্ষার্থীদের বাস উপহার প্রদান করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।
এসময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ মো.মকছুদুল আমিন সহ বান্দরবান সরকারি কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ফিতা কেটে ছাত্র ছাত্রীদের জন্য কলেজ বাস উদ্বোধন করেন। মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, সুশিক্ষায় সুশিক্ষিত হতে হবে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। তিনি আরো বলেন, শহরে যেসব সুযোগ সুবিধা আছে সেসব এখানে কম। তারপরও আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এর আগে বান্দরবান সরকারি কলেজের নিজস্ব তহবিল থেকে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ৪৩ লক্ষ টাকা ব্যয়ে নতুন একটি কলেজ বাসের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

 

অপহরণ নিউজ বান্দরবানআপডেট বান্দরবান নিউজপার্বত্য মন্ত্রী বীর বাহাদুরবান্দরবান
Comments (0)
Add Comment