নিজস্ব প্রতিনিধি : “বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশহী মহানগর ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির নব নির্বাচিত প্রেসিডিয়াম সদস্য বাবু অনিল কুমার সরকার, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে সংবর্ধনা”
আজ সন্ধ্যা ৭ টায় রাজশাহীর গনক পাড়ায় অবস্হিত রাজশাহী ধর্ম সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগর ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের পক্ষ থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির নব নির্বাচিত প্রেসিডিয়াম সদস্য বাবু অনিল কুমার সরকার ও বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি আতিকুর রহমান কালু এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী সভাপতি (ভারপ্রাপ্ত), বাগমারা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অনিল কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসিত ঘোষ, সাধারণ সম্পাদক বাংলদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী জেলা, কাঞ্চন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী জেলা, অলোক কুমার দাস, সাবেক সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগর ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপন্ন সরকার, ২৮ নং ওয়ার্ড (পশ্চিম) আনন্দ ঘোষ, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সহ-সভাপতি শংকর ঘোষ, সাধন কুমার রায়, সহ-সভাপতি, মৃদুল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক, অরবিনন্দ দত্ত, দপ্তর সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগর ।
সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্বজিৎ সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক অধক্ষ্য রনজিৎ সরকার, সহ-সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগর, সুমন ঘোষ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বোয়ালিয়া থানা, কমল কুমার সরকার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চন্দ্রিমা থানা, সুবোধ ঘোষ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মতিহার থানা। বক্তরা রাজশাহীসহ সারা বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক উন্নত সোনার বাংলাদেশ গড়ার জন্য সকল ধর্মের ও বর্নের মানুষকে একসাথে কাজ করার আহবান জানান। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে, রাজশাহী মহানগরসহ থানা, ওয়ার্ডসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট শরৎ চন্দ্র সরকার, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগর এবং সঞ্চলনা করেন উজ্জল ঘোষ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর।
বার্তা প্রেরক