পাবনা প্রতিনিধি : মহামান্য রাষ্ট্রেপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০(১) ধারা আনুসারে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাফিজা খাতুন।
আজ ১২ এপ্রিল মঙ্গলবার তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রেপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো : মাসুম আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা যায়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সদ্য সাবেক উপাচার্য এম রোস্তম আলীর মেয়াদ শেষ হয় গত ৬ মার্চ।
দীর্ঘদিন উপাচার্য না থাকায় সমস্যা ছিল পাবিপ্রবিতে । শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের মার্চ মাসের বেতন নিয়েও জটিলতার সৃষ্টি হয়। এ অবস্থায় নতুন উপাচার্য পেল বিশ্ববিদ্যালয়টি। এ বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. হাফিজা খাতুন।